দোল খেতে খেতে দেখুন সমুদ্র, পর্যটকদের জন্য দীঘায় নয়া আকর্ষণ, কোথায় বসল দোলনা?

Published on:

sea swing digha

শ্বেতা মিত্র, পূর্ব মেদিনীপুরঃ Exclusive: দীঘা (Digha)…. নামটা শুনলেই মনটা কেমন যেন ভালো হয়ে যায়। যারা বাজেটের মধ্যে থেকে এবং কম সময়ের মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাদের কাছে দীঘার মতন আদর্শ জায়গা কিছু হতেই পারে না। এদিকে পর্যটকদের কাছে এই দীঘার আনন্দ আরও দ্বিগুণ করতে কিছু না কিছু পদক্ষেপ নিয়েই চলেছে প্রশাসন। এবারও সেটার ব্যতিক্রম ঘটলো না। তবে আগামী দিনে দীঘায় গেলে একদম ইন্দোনেশিয়ার বালির ভাইব পাবেন। কারণ একদম বিদেশের ধাঁচে স্যুইং বা বিশেষ দোলনা বসবে দীঘায়। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।

দীঘায় নতুন আকর্ষণ

WhatsApp Community Join Now

এমনিতে যত সময় গেছে ততই দীঘাকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করছে প্রশাসন। ইতিমধ্যেই দীঘায় আগত পর্যটকদের জন্য চালু হয়েছে ক্রুজ পরিষেবা। সেইসঙ্গে শুরু হয়েছে ডবল ডেকার বাস পরিষেবাও। কিন্তু এখানেই শেষ নয়, এবার দীঘা সমুদ্র উপকূলে এমন এক বিশেষ ধরনের দোলনা বসানো হবে যেটিতে ওঠার পর আপনি আনন্দ লাভ করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই দীঘার বুকে শুরু হবে Sea Swing। প্রাপ্ত খবর অনুযায়ী, দীঘার ঢেউসাগরে এই দোলনা বসানোর কাজ প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই তা পর্যটকদের জন্য খুলে যাবে।  

দীঘায় এবার Sea Swing

অর্থাৎ পর্যটকদের টানতে দীঘার সমুদ্র বুকে নতুন আকর্ষণ হবে সমুদ্র দোলনা বা Sea Swing। কপাল ভালো থাকলে উপর থেকে দোল খেতে খেতে সমুদ্রের দুর্দান্ত কিছু ভিউয়ের সাক্ষী থাকবেন আপনিও। এসব কিছু ছাড়াও দীঘার বুকে খুব শীঘ্রই শুরু হতে চলেছে সিক্রুজ পরিষেবা। এমনিতে দীর্ঘ বিগত বেশ কিছু সময় ধরে দীঘার বুকে সি ক্রুজ পরিষেবা শুরু হবার কথা চলছে। কিন্তু এখনো অবধি সেই পরিষেবা শুরু হয়নি। অন্যদিকে দীঘার আরো অন্যতম এক আকর্ষণ হল জগন্নাথ মন্দির। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর কিংবা ২০২৫ সালের মধ্যে এই মন্দিরও খুলে যাবে।

সঙ্গে থাকুন ➥
X