পরিণীতা আর TRP-র গেঁড়োয় জগদ্ধাত্রী বন্ধ করছে Zee Bangla? জানালেন সৌম্যদীপ, অঙ্কিতা

Published on:

jagadhatri zee bangla

শ্বেতা মিত্র, কলকাতাঃ জগদ্ধাত্রী … জি বাংলার (Zee Bangla) একটি বিখ্যাত সিরিয়াল। মাসের পর মাস ধরে জি বাংলা চ্যানেলের রীতিমতো গর্ব বাড়িয়ে চলেছে এটি। এমনকি এক সময়ের TRP তালিকায় থাকা এই মেগাকে নিয়ে মানুষের মাতামাতির শেষ নেই। কিন্তু কয়েকদিন ধরেই গুঞ্জন উঠেছে নাকি স্বয়ম্ভু-জ্যাস এর জগদ্ধাত্রী বন্ধ হয়ে যাওয়ার মুখে। আর সেই জল্পনার আগুনে আরও ঘিরে তখন পড়ে যখন সন্ধে ৭টার স্লটে পরিণীতা সিরিয়ালের ঘোষণা হয়। জি বাংলা তরফে সিরিয়ালের প্রোমো শেয়ার করতেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টলিপাড়ায় শোরগোল পড়ে গিয়েছে। তবে এবার এই বিষয়ে মুখ খুললেন জগদ্ধাত্রীর অঙ্কিতা ও সৌম্যদীপ।

বন্ধ হচ্ছে জগদ্ধাত্রী?

WhatsApp Community Join Now

আসলে যত জল্পনা শুরু হয়েছে সোমবার জি বাংলার তরফে সোশ্যাল মিডিয়ায় সামনে আনার পর থেকে। আসন্ন মেগা পরিণীতার স্লট হিসেবে দেখা যায় ১১ নভেম্বর থেকে সন্ধ্যা ৭টায় অর্থাৎ জগদ্ধাত্রীর জায়গায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। এরপর থেকেই জল্পনা শুরু হয় যে তাহলে কি ১০ নভেম্বর জগদ্ধাত্রী সিরিয়ালের পথ চলা শেষ হচ্ছে? শুধু তাই নয় এখন জগদ্ধাত্রী সিরিয়ালে এটাও দেখানো হচ্ছে যে জগদ্ধাত্রী মৃত্যু হয়েছে এবং তার সন্তান এনআইটিউ-তে। ফলে অনেকেই দুয়ে দুয়ে চার করছিলেন। তবে জানা গেল আসল সত্যিটা।

উত্তর হল, এখনই বন্ধ হচ্ছে না জগদ্ধাত্রী। সংবাদমাধ্যমের তরফে সৌম্যদীপের সঙ্গে যোগাযোগ করা হলে নায়ক জানান, ‘আমি তো জানি জগদ্ধাত্রী শেষ হচ্ছে না। আপতত এইটুকুই।’ তাহলে সিরিয়ালের কি স্লট পরিবর্তন হবে? সেই প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, তাঁর ধারণা সন্ধ্যা ৭টার স্লটেই চলবে জগদ্ধাত্রী।

কী বলছেন ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা?

এদিকে এই বিষয়ে মুখ খুলেছেন পর্দার জগদ্ধাত্রী অর্থাৎ অঙ্কিতা। তিনি জানান, ‘তোমরা যেমন সোশ্যালে দেখেছিলে, আমিও তেমন পরিণীতার টাইমিং-এর কথা সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পারি। জগদ্ধাত্রী বন্ধ হচ্ছে, এমন কোনও খবর চ্যানেল বা প্রযোজনা সংস্থা আমাকে জানায়নি।’

সঙ্গে থাকুন ➥
X