ফের বাড়বে রিচার্জের দাম, এবার কতটা? Airtel-র ইঙ্গিতে চিন্তায় গ্রাহকরা

Published on:

airtel

শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার ধাক্কা খেতে চলেছেন লক্ষ লক্ষ ফোন ব্যবহারকারী। নতুন করে দাম বাড়তে চলেছে রিচার্জ মূল্যের। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে ফের একবার লক্ষ লক্ষ গ্রাহককে চিন্তায় ফেলে দিয়েছে Airtel -এর একটি বিবৃতি। ভারতী এয়ারটেলের তরফে জানানো হয়েছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এখনও খুব খারাপ হওয়ায় টেলিকম সেক্টরে রেট আরও বাড়বে। অর্থাৎ সেই দিন হয়তো বেশি দূরে নেই যখন নতুন করে ভারতের এই প্রথম সারির টেলিকম কোম্পানি ট্যারিফ মূল্য বাড়াবে।

বড় বিবৃতি Airtel -র

WhatsApp Community Join Now

ভারতের টেলিকম অপারেটররা গত তিন বছরে দু’বার মোট ৪০ শতাংশ শুল্ক বাড়িয়েছে। এদিকে চলতি বছরের জুলাই মাসে, দেশের প্রধান টেলিকম সংস্থাগুলি – এয়ারটেল, Jio এবং ভোডাফোন আইডিয়া ২৬ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধির ঘোষণা করেছিল। তবে আগামী দিনে দাম আরও বাড়বে বলে ইঙ্গিত দিল কোম্পানি।

এয়ারটেলের সিইও গোপাল ভিত্তল, ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের আয়ের কল সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে আরও উল্লেখ করেছেন যে ৩১ দফা শুল্ক বৃদ্ধি হয়েছে এবং শিল্পের উন্নতির জন্য আরও বৃদ্ধি করা হবে। ভিত্তাল বলেন, এই বাজারে আরও অনেক কিছু করার আছে। বর্তমান অর্থনীতি এখনও বেশ খারাপ এবং যে কারণে ট্যারিফ প্ল্যান আরও বাড়ানো হবে।

মাথায় হাত গ্রাহকদের

এদিকে এয়ারটেলের এহেন বিবৃতিতে মাথায় বাজ ভেঙে পড়েছে লক্ষ লক্ষ গ্রাহকের। গত জুলাই মাসে, এয়ারটেল তার প্রিপেইড প্ল্যানের মূল্য ২৫ শতাংশ বাড়িয়েছে। এর জেরে সেপ্টেম্বর প্রান্তিকে এয়ারটেলের প্রায় ২৯ লাখ গ্রাহক কমেছে। তবে কোম্পানি জানিয়েছে, আগের রাউন্ডের তুলনায় এই পতন কম। তা সত্ত্বেও, এয়ারটেল দ্বিতীয় ত্রৈমাসিকে শক্তিশালী আর্থিক পারফরম্যান্স রিপোর্ট করেছে। সংস্থার একীভূত নিট মুনাফা আগের বছরের একই সময়ের ১,৩৪১ কোটি টাকা থেকে ১৬৮ শতাংশ বেড়ে ৩,৫৯৩ কোটি টাকা হয়েছে।

এয়ারটেল আরও ঘোষণা করেছে যে বর্তমানে চিফ অপারেটিং অফিসার শাশ্বত শর্মা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে দায়িত্ব নেবেন। গোপাল ভিত্তাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের ভূমিকায় স্থানান্তরিত হবেন এবং কোম্পানির বৃদ্ধি এবং কৌশলে অবদান রাখবেন।

সঙ্গে থাকুন ➥
X