কালীপুজোর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আজকের আবহাওয়া

Updated on:

kali puja rain south bengal weather

শ্বেতা মিত্র, কলকাতাঃ কালীপুজোর দিন সকাল সকাল মেঘলা আকাশ দেখে কার্যত ঘুম ভাঙল শহরবাসীর। আজ বাংলার আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে বলে পূর্বাভাস জারি করে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কালীপুজো, দীপাবলিতে কলকাতা শহর সহ বাংলার বিভিন্ন জায়গায় বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। অর্থাৎ দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর মতো কালীপুজোতেও বাংলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট চলবে। ভারী না হলেও আজ বৃহস্পতিবার ও আগামী কয়েকদিন বাংলাজুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনিও কি আজ বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করছেন? তাহলে আজকের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে বিশদে জেনে নিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

WhatsApp Community Join Now

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসে তরকে জানানো হয়েছে এই দিন উপরিভাগের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টি কমে গেলে হু হু করে পারদ নামতে শুরু করবে বলে খবর।

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক কালীপুজোর বাংলার আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। জানা যাচ্ছে, এদিন দক্ষিণবঙ্গের নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব ওই পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টি অব্যাহত থাকবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সঙ্গে থাকুন ➥
X