কাল থেকেই বদলাচ্ছে ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম, যাত্রীদের সুবিধার্থে নয়া ব্যবস্থা IRCTC-র

Published on:

train ticket booking

শ্বেতা মিত্র, কলকাতাঃ রাত পোহালেই পড়ে যাবে নভেম্বর মাস। আর নতুন মাস মানেই হলো একাধিক নিয়মে পরিবর্তন ঘটানো যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের পকেটে পড়ে। এই বছরও তার ব্যতিক্রম ঘটবে না। জানা গিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে একাধিক নিয়মে পরিবর্তন ঘটবে যার মধ্যে অন্যতম হলো ট্রেনের টিকিট বুকিং (Train Ticket Booking) এর নিয়ম। আপনাকে সামনের মাসে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন যার জন্য আগে থেকে টিকিট বুক করছেন? তাহলে টিকিট কাটার আগে আজকের এই প্রতিবেদনটির ওপর চোখ রাখুন।

ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে বদল | Train Ticket Booking Rules Change |

WhatsApp Community Join Now

নতুন নিয়ম অনুযায়ী, এবার ১২০ দিনের বদলে ৬০ দিন আগে টিকিট বুকিংয়ের অনুমতি দেবে আইআরসিটিসি। ২০২৪ সালের ১ নভেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। আপনি যদি ২০২৫ সালে ভ্রমণ করতে চান তবে ২ নভেম্বর, ২০২৪ এর আগে টিকিট বুক করতে হবে কারণ এর পরে টিকিট বুক করা হবে না। রেল বলছে, নতুন নিয়মের উদ্দেশ্য যাত্রীদের সর্বোচ্চ সুবিধা দেওয়া। নতুন এই নিয়ম চালু হওয়ার পর টিকিট বাতিলের পরিমাণ কমবে কারণ যাত্রীরা ১২০ দিন আগে টিকিট বুক করে টিকিট বাতিল করতেন।

যাত্রীদের খামখেয়ালিপনায় ভরা মনোভাবের জেরে বহু আসন খালি থেকে যেত। অন্যদিকে যাদের সত্যিকারের ট্রেনের সিটের দরকার তারা বঞ্চিত থেকে যেতেন। তবে নতুন এই নিয়ম কার্যকর হওয়ার পর থেকে আর এই সমস্যা থাকবে না বলে আশা করছে রেল। এবার এই নিয়ম চালু হলে টিকিট বুকিং যেমন সহজ হবে, তেমনই টিকিট বুকিংয়ে কালোবাজারিও বন্ধ হবে।

১ নভেম্বর থেকে রেলের নতুন নিয়ম

রেল জানাচ্ছে, নিয়ম কার্যকরে হওয়ার ফলে ৬০ দিনের সীমা সকলের জন্য টিকিট সংরক্ষণে সমান পরিষেবার সুযোগ নিশ্চিত করবে, যা ভ্রমণের প্রস্তুতিতে সাহায্য করবে। তবে এখানে একটি বিষয় বলে রাখা দরকার, ৩১শে অক্টোবরের আগে করা সকল ১২০ দিনের রিজার্ভেশন কিন্তু বৈধ থাকবে এইগুলো নিয়ে চিন্তা করতে হবে না যাত্রীদের। এদিকে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বিদেশি পর্যটকদের জন্য অগ্রিম সংরক্ষণের সীমা এখনও ৩৬৫ দিনই থাকছে।

সঙ্গে থাকুন ➥
X