ধোনি সহ ৫ প্লেয়ার, IPL 2025-এ কাদের রিটেন করা হচ্ছে? জানিয়ে দিল CSK

Published on:

csk retained players 2025

কলকাতাঃ আজ আইপিএল দলগুলোর রিটেন প্লেয়ারদের তালিকা পেশ করার দিন। আর ঠিক তার আগেই চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ইঙ্গিতে ইঙ্গিতে বুঝিয়ে দিল যে, তাঁরা কোন কোন প্লেয়ারকে রিটেন করতে চলেছে। পাঁচবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ট্রফি জিতেছে CSK। আর মহেন্দ্র সিং ধোনি থাকায় গোটা ভারতজুড়ে তাঁদের ফ্যান ফলোয়িং রয়েছে।

২০২৫-র আইপিএলে কাদের দলে রাখছে CSK? | CSK Retained Players |

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে CSK তাঁদের রিটেন করা ৫ প্লেয়ারের নাম জানিয়েছে ঠিকই, কিন্তু ইঙ্গিতের মাধ্যমে। ৩০টি ইমোজি ব্যবহার করে তাঁদের রিটেন লিস্টের খোলসা করেছে CSK। চেন্নাই সুপার কিংসের হেলিকপ্টার, কিউই ফল এবং রকেটের ইমোজি ব্যবহারের জেরে ধোনি, রাচিন রবীন্দ্র বা ডেভন কনওয়ে এবং মাথিশা পাথিরানাদের চিনতে সক্ষম হচ্ছেন ক্রিকেট প্রেমীরা। এছাড়াও ঘোড়া, তরোয়াল ইমোজির ফলে রবীন্দ্র জাদেজাকে চিনতে সক্ষম হয়েছেন ভক্তরা।

এ বারের IPL-এ খেলবেন ধোনি?

তবে, এবার CSK দলে সবথেকে বেশি জল্পনা ছড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি আদৌ এ বছর IPL খেলবেন কি না, তা এখনও স্পষ্ট ভাবে বলা যাচ্ছে না। গত বছরের আইপিএলেই তার বিদায়ের জল্পনা ছড়িয়েছিল। অনেকেই বলেছিলেন যে, ধোনি এবার লাস্ট IPL খেলছেন। যদিও CSK বা ধোনির তরফ থেকে এ বিষয়ে এখনও কোনও অফিসিয়ালি বিবৃতি আসেনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥