শ্বেতা মিত্রঃ দীপাবলির উৎসবের মধ্যেই লটারি লাগল লক্ষ লক্ষ সরকারি কর্মীর। আচমকাই সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) ও বোনাস দেওয়ার ঘোষণা করল সরকার। হ্যাঁ ঠিকই শুনেছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেছে। তবে এবার রাজ্য সরকারও একই পথে হাঁটল। না তবে বাংলা নয়, এবার লটারি লেগেছে উত্তরাখণ্ডের লক্ষ লক্ষ সরকারি কর্মীর।
বড় ঘোষণা রাজ্য সরকারের
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছেন। এখন এই ডিএ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে। ২৯ অক্টোবর ধনতেরাস উপলক্ষে উত্তরাখণ্ড সরকার এর নোটিফিকেশন জারি করেছিল। আর এই বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা অনুমোদন করা হয়েছে। তাই বাকি মাসগুলিতেও বকেয়া বেতন পাবেন উত্তরাখণ্ডের সরকারি কর্মীরা।
মিলবে বকেয়াও
যদিও সরকারের এই নির্দেশ হাইকোর্ট, উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের বিচারপতিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এর জন্য পৃথক আদেশ জারি করা হবে। নির্দেশিকায় বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ সেপ্টেম্বর পর্যন্ত সংশোধিত মহার্ঘ ভাতার বকেয়া পরিশোধের হিসাব করা হবে। ২০২৪ সালের ১ অক্টোবর থেকে বেতনের সঙ্গে যোগ করে নিয়মিত মহার্ঘ ভাতা প্রদান করা হবে। পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। এর পরিমাণ তাদের বকেয়া এবং কর্মরত কর্মচারীদের মতো বেতন হিসাবে দেওয়া হবে।
এর পাশাপাশি, নন-গেজেটেড রাজ্য কর্মচারী, বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী এবং উত্তরাখণ্ডের স্থানীয় সংস্থা ও জেলা পঞ্চায়েতের কর্মচারীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও অস্থায়ী ও দৈনিক মজুরির কর্মচারীদের ২০২৩-২৪ সালের বোনাস সুবিধা দেওয়া হবে। তাদের সবাইকে ৩০ দিনের বেতনের ভিত্তিতে বোনাস দেওয়া হবে।
সাত হাজার পর্যন্ত বোনাস
ডিএ-র সঙ্গে দেওয়া হবে মোটা অঙ্কের বোনাসও। এর সর্বোচ্চ পরিমাণ হবে সাত হাজার টাকা। যে কর্মচারীদের বেতন ৪৮০০ টাকা (লেভেল ৮ পর্যন্ত সংশোধিত বেতন স্কেল ৪৭৬০০-১৫১১০০) এবং শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় সংস্থা এবং জেলা পঞ্চায়েত, যারা অন্য কোনও ধরণের উত্পাদনশীলতা-সংযুক্ত বোনাসের আওতায় নেই তারা এই সুবিধা পাবেন। ২০২৪ সালের ৩১ মার্চ যাঁরা চাকরিতে ছিলেন, তাঁরাই এই সুবিধা পাবেন।