শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার শিরোণামে উঠে এলেন বিখ্যাত বাঙালি অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। এমনিতে তিনি বিগত বেশ কিছু বছর ধরেই সে দিদি নং ১-এর সঞ্চালনা হোক কিংবা আরজি কর নিয়ে মন্তব্য, বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। তবে এবার যা ঘটেছে তারপর রচনার অনুরাগীরা উদ্বিগ্ন। আসলে জানা যাচ্ছে যে তৃণমূল সাংসদ নাকি গুরুতর অসুস্থ। ফলে তিনি এখন খুব সম্ভবত কোনো কাজ করতে পারছেন না, এমনকি তাঁর একাধিক অনুষ্ঠানও নাকি বাতিল করে দেওয়া হতে পারে। সত্যি কি তাই? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
গুরুতর অসুস্থ রচনা বন্দ্যোপাধ্যায়
একদিকে কজন প্রতিনিধি হিসেবে কাজ অন্যদিকে দিদি নম্বর ১-এ সঞ্চালনার কাজ, সব মিলিয়ে ব্যস্ত শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন রচনা। তবে আচমকাই নাকি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সবথেকে বড় কথা, তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে আগামী দু’দিনের বেশ কিছু অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই তাঁর এহেন অসুস্থতার খবর অনুরাগীদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে। অনেকেই ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে রচনার আচমকা কী হয়েছে? আর এখন কেমনই বা আছেন তিনি?
কেমন আছেন রচনা?
সূত্রের খবর, অভিনেত্রী তথা শাসক দলের সাংসদ প্রেসারের সমস্যায় ভুগছেন। আপাতত চিকিৎকরা তাঁকে বেড রেস্টের নির্দেশ দিয়েছেন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে খবর, “খুব বেশি চিন্তার কিছু হয়নি। পেটের সমস্যা হয়েছিল। প্রেসার কমে গিয়েছে। কিন্তু রচনা এখন অনেকটাই সুস্থ। আপাতত বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে।”