শ্বেতা মিত্র, কলকাতাঃ নভেম্বর মাসের শুরু হতে না হতেই বিরাট চোখ পাল্টি করল বাংলার আবহাওয়া। কোথায় গরম? এ যে বইছে ফুরফুরে ঠাণ্ডা হাওয়া। উত্তুরে হাওয়া বইছে। ইতিমধ্যে দুর্গাপুজো কাটতে না কাটতেই রাতে অনেকের বাড়িতেই পাখা বন্ধ হতে শুরু করেছিল। তবে আজ ১ নভেম্বর থেকে বাংলার আবহাওয়ার আরও বদল ঘটবে বলে ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া অফিস। সেইসঙ্গে আজ শুক্রবার বৃষ্টির দাপট চলবে বলেও খবর। হ্যাঁ ঠিকই শুনেছেন। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত আগামী সপ্তাহখানেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এরপরেই ধীরে ধীরে বাংলার তাপমাত্রা কমতে শুরু করবে। আপনিও কি জানতে ইচ্ছুক যে আজ কোন কোন জেলায় বৃষ্টি হবে? তাহলে জেনে নিন ঝটপট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আসুন প্রথমেই জেনে নেওয়া যাক মাসের শুরুতেই দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, আজ ১ নভেম্বর দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, পূর্ব মেদিনীপুরে ঝেঁপে বৃষ্টি হবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নিন আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। জানা গিয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং , কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
আগামীকালের আবহাওয়া
নতুন মাসের দ্বিতীয় দিনে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। হলেও একদম ছিটেফোঁটা। এদিকে উত্তরবঙ্গ শুকনো থাকলেও উত্তরবঙ্গের উপরিভাগের পাঁচ জেলায় বৃষ্টি হবে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং , কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আগামী ৫ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।