কলকাতাঃ ২০২৫ এর আইপিএলে কাদের কাদের ধরে রাখছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), তা স্পষ্ট হয়ে গিয়েছে। মোট ৬ জনের নাম জানিয়েছে KKR। তাঁরা হলেন বিদেশি সুনীল নরেন, আন্দ্রে রাসেল। দেশীয় প্লেয়ারদের মধ্যে রয়েছেন রিঙ্কু সিং, হর্ষিত রানা, রমণদীপ সিং ও বরুণ চক্রবর্তী। গত কয়েক বছর ধরে রিঙ্কু সিং KKR-এ মাত্র ৫৫ লাখের বেতন পেতেন। এবার যেহেতু টিম ইন্ডিয়ায় তার অভিষেক হয়ে গিয়েছে, সেই কারণে তাঁকে ১৩ কোটি টাকা দিয়ে দলে রাখল KKR। তবে এখন সবথেকে বড় প্রশ্ন হল, এবার নাইটদের অধিনায়ক কে হবেন?
শ্রেয়স আইয়ারহীন কলকাতা
১০ বছর পর শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে ২০২৪-এ IPL সেরার শিরোপা জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এবার সেই শ্রেয়সকেই ছেড়ে দিয়েছে তাঁরা। যদিও, কেকে আরের প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীর আগামী মরসুমেও শ্রেয়স আইয়ারকে দলে রাখার বার্তা দিয়েছিলেন। কিন্তু তা সম্ভব হল না। তবে কেকেআর CEO ভেঙ্কি মাইসোর ইঙ্গিতে ইঙ্গিতে বুঝিয়েছিলেন যে, তাঁরা শ্রেয়স আইয়ারকে দলে রাখতে চেয়েছিলেন, কিন্তু আইয়ার নিজেই নাকি রাজি হননি।
তাহলে এবার KKR কার অধিনায়কত্বে আইপিএল খেলবে? আসলে এবার শুধু KKR-ই নয়, বাকি দলগুলোও নিজেদের প্লেয়ারকে ছেড়েছে। তাঁদের মধ্যে অন্যতম হলে দিল্লি ক্যাপিটলসের অধিনায়ক ঋষভ পন্থ ও লখনউ সুপার জায়ান্টের অধিনায়ক কেএল রাহুল। তবে শুধু KKR-ই নয়, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও এদের উপর নজর রাখছে।
KKR-র নজরে কেএল রাহুলও
তবে এবারের আইপিএলের মেগা নিলামে কেএল রাহুলের দর কমবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আসলে ২০২৩-র বিশ্বকাপ থেকেই রাহুল ব্যাট হাতে আর জ্বলে উঠতে পারেননি। একাধিকবার দলে সুযোগ পাওয়ার পরেও, তিনি তার সদ্ব্যবহার করতে পারেননি। এমনকি তাঁকে টিম ইন্ডিয়া থেকেও বাদ দেওয়ার দাবি উঠেছে। এমত অবস্থায় তাঁকে নিয়ে নিলামে দর কষাকষি হওয়ার সম্ভাবনা খুব কম।
ঋষভ পন্থকে নিতে পারে KKR
তবে, দিল্লির প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থকে দলে নিতে এবং তার হাতে ব্যাটন দিতে ঝাঁপিয়ে পড়তে পারে KKR। পন্থ বর্তমানে দুরন্ত ফর্মে রয়েছেন। দিল্লির হয়েও বেশ নজরকারা ইনিংস খেলেছেন তিনি। T20-তে ভালো পারফর্মও করার ক্ষমতা রয়েছে তার, পাশাপাশি তিনি একজন উইকেটরক্ষকও। আসলে KKR তাঁদের দলের দুই নামকরা উইকেটকিপার ফিল সল্ট ও গুরবাজকে ছেড়ে দিয়েছে। তাই ঋষভ পন্থ যে তাঁদের জন্য সেরা বিকল্প হতে চলেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।