পন্থ বা কেএল রাহুল নন, এই বিধ্বংসী উইকেটকিপারকে নেওয়ার জন্য ঝাঁপাবে KKR

Published on:

rishabh pant kl rahul

কলকাতা: গতকাল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) যেই ৬ জনকে রিটেন করেছে, তাঁদের মধ্যে একজনও উইকেটরক্ষক নেই। KKR তাঁদের দুই বিধ্বংসী উইকেটরক্ষক ফিল সল্ট ও রহমানুল্লাহ গুরবাজকে এবার দল থেকে ছেড়ে দিয়েছে। কলকাতা যেই ছয় জনকে দলে রেখেছে তাঁদের মধ্যে দুজন অলরাউন্ডার সুনীল নরেন ও আন্দ্রে রাসেল। দুজন বোলার বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। আর দুজন ব্যাটসম্যান রিঙ্কু সিংহ ও রমণদীপ সিং। তাহলে এখন প্রশ্ন উঠছে যে KKR আগামী IPL নিলামে কোন উইকেট কিপারকে দলে নিতে চলেছে? এর আভাসও পাওয়া গিয়েছে মোটামুটি।

ঋষভ পন্থের উপর KKR-র

WhatsApp Community Join Now

আসলে KKR-র প্রথম নজর এখন দিল্লির প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থের উপর। দিল্লি ক্যাপিটলস এবার পন্থকে ছেড়ে দিয়েছে। ওদিকে কেকেআর শ্রেয়স আইয়ারকে ছেড়েছে। দুই দলেরই দরকার অভিনায়কের। একদিকে দিল্লি যেমন আইয়ারকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে, তেমনই কেকেআর আবার পন্থকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে বলে খবর। পন্থ KKR-এ এলে কলকাতার অধিনায়ক ও উইকেটরক্ষক দুইয়ের সমস্যাই মিটবে।

কেএল রাহুলকে নেবে KKR?

ওদিকে লখনউ সুপার জায়ান্টসও তাঁদের অধিনায়ক কেএল রাহুলকে ছেড়ে দিয়েছে। এও শোনা যাচ্ছে যে, কলকাতা কেএল রাহুলকে নেওয়ার কথা ভাবতে পারে। তবে সেই সম্ভাবনা খুব কম, কারণ বিগত ১ বছর ধরে রাহুল ফর্মে নেই। তাই তাঁকে নেওয়া খুব একটা কার্যকরী হবে না। তাহলে পন্থ আর রাহুলকে না নিলে কাকে নেবে কেকেআর?

ঈশান কিষাণকে নিতে পারে KKR

কলকাতার নজরে রয়েছেন আরেক উইকেটকিপার। তিনি হলে ঈশান কিষাণ। গতকাল মুম্বই ইন্ডিয়ন্স যেই প্লেয়ারদের রিটেন করেছে, সেখানে নাম নেই ঈশান কিষাণের। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ঈশানকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত MI-র কাছে সহজ ছিল না। MI এবার রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, তিলক বর্মা, সূর্যকুমার যাদবকে রিটেন করেছে।

ঈশান কিষাণ এবার IPL 2025 এর নিলামে থাকবেন। আর সেখান থেকেই KKR তাঁকে দলে নেওয়ার ধান্দায় রয়েছে। ঈশান কিষাণ বর্তমানে কলকাতার প্রাক্তন দুই উইকেটরক্ষক ফিল সল্ট ও গুরবাজের ভালো বিকল্প হবেন।

সঙ্গে থাকুন ➥
X