সুন্দরবনের এক অচেনা জায়গা, লোকাল ট্রেনে চেপে ঘুরে আসুন লোথিয়াম দ্বীপ থেকে, খরচ খুব কম

Published on:

lothian island, sundarbans

শ্বেতা মিত্র, কলকাতাঃ বাংলার আকাশ বাতাস জানান দিচ্ছে শীত আসন্ন। আর এই শীতের মরসুম আসা মানেই হল বাঙালি পায়ে আরো সরষে ফুল গজিয়ে ওঠা। গ্রীষ্মকাল বা বর্ষাকালে যতটা মানুষ ঘুরতে যান তার থেকে বেশি শীতকালে মানুষ ঘুরতে যেতে পছন্দ করে থাকেন। কারণ এই সময় যে কোনও জায়গার আবহাওয়া এক প্রকার মনোরম থাকে। আপনি যদি এই শীতকালে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রইল এক দুর্দান্ত সুখবর। সুন্দরবন (Sundarbans) তো অনেকেই ঘুরতে যান কিন্তু সুন্দরবনের বুকেই এমন একটি জায়গা রয়েছে যেখানে গেলে আপনার মন এবং প্রাণ দুটোই জড়িয়ে যাবে।

WhatsApp Community Join Now

বিশেষ করে যদি আপনিও যদি অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনে আপনাদের একটি নতুন ডেস্টিনেশন সম্পর্কে খোঁজ দেওয়া হবে। আপনারা যদি সুন্দরবনকে ওভারহাইপ বলে মনে হয় এবং নতুন ডেস্টিনেশন খুঁজছেন? তাহলে ঘুরে আসতে পারেন লোথিয়ান দ্বীপ থেকে।

ঘুরে আসুন লোথিয়ান দ্বীপ থেকে

আসন্ন এই শীতের মরসুমে আপনিও ঘুরে আসতে পারেন সুন্দরবনের লোথিয়ান দ্বীপ থেকে। এদিকে আপনি যদি একবার যান তাহলে সেখান থেকে ফিরে আসতে পারবেন না। সুন্দরবন মানেই হল বিভিন্ন পশু পাখি, রয়্যাল বেঙ্গল টাইগার, ম্যানগ্রোভ ও আরও কত কী। কিন্তু এই সুন্দরবনের বুকেই  লোথিয়ান দ্বীপ আছে সেটা কী আপনি জানতেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন জায়গাটির খুঁটিনাটি সম্পর্কে।

শীতে ঘুরে আসুন লোথিয়ান দ্বীপ থেকে

লোথিয়াম দ্বীপটি কলকাতা শহর থেকে খুব বেশি দূরে অবস্থিত নয়। যেতে সময় লগে মাত্র ২ ঘন্টা। এই লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য বঙ্গোপসাগরের কাছে সপ্তমুখী নদীর মোহনায় এই দ্বীপটি অবস্থিত।ঘন ম্যানগ্রোভে ঘেরা এই স্থান অন্যতম সুন্দরবনের অন্তর্গত দক্ষিণ ২৪ পরগণার সজনেখালির বন্যপ্রাণ অভয়ারণ্যের আয়তন ৩৬২ বর্গ কিলোমিটার।

কী কী দেখবেন

এবার জেনে নেওয়া যাক এই বিশেষ দ্বীপে এসে আপনি কী কী দেখবেন? তাহলে জানিয়ে রাখি, জঙ্গলের মধ্যেই আবার তৈরি করা রয়েছে অন্যতম আকর্ষণ সুবিশাল ও উঁচু ওয়াচ-টাওয়ার, যেখান থেকে আপনি অনায়াসেই বন্যপ্রাণ নজরে রাখতে পারেন। এছাড়া বনবিবির মন্দির, অভয়ারণ্যের অন্যতম আকর্ষণ। রঙ-বেরঙের পাখি দেখার সুযোগ পাবেন। এখানে আপনি নৌকা বিহার ও করতে পারবেন কপাল যদি ভালো থাকে তাহলে দেখা পেতে পারেন দক্ষিণ রায়েরও। এছাড়া দেখতে পারেন কুমির, হরিণ সহ আরো অনেক পশুপাখি।

কীভাবে যাবেন

এখন নিশ্চয়ই ভাবছেন যে কীভাবে যাবেন? প্রথমে শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লোকালে উঠে নামখানা স্টেশনে নামিয়ে নদীপথে ‌যাওয়া ‌যায়। এছাড়া শিয়ালদহ দক্ষিণ শাখা ক্যানিং লোকালে উঠে ক্যানিং স্টেশনে নামিয়ে সেখান থেকে অটো বা টেকার বাসে করে সজনে খালি। আর সজনে খালি থেকে বোর্ড ভাড়া করে অভয়ারণ্যে যেতে পারেন। থাকার জন্য রয়েছে সরকারি ট্যুরিস্ট লজ। তবে আগে থেকে বুক করে যাবেন। তাহলে এই শীতে আপনারও নতুন ডেস্টিনেশন হোক সুন্দরবনের  লোথিয়ান দ্বীপ।

সঙ্গে থাকুন ➥