প্রীতি পোদ্দার, কলকাতা: ডানার প্রভাব কাটার পরেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আর এই বৃষ্টির সংবাদে বেজায় মুখ কালো করে বসেছিল বঙ্গবাসী। কিন্তু শেষ পর্যন্ত দীপাবলীর আনন্দ মাটি হল না। কয়েকটি এলাকায় আংশিক মেঘলা করে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তেমন কোনো বিরাট প্রভাব ফেলেনি প্যান্ডেল হপিং করতে। এবার আবহাওয়া দফতর যে আভাস দিল তাতে আরও শান্তি পাবে রাজ্যের মানুষ। কারণ আগামী ক’দিনে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। হাওয়া অফিসের ইঙ্গিত, রবিবারের পর থেকেই আবহাওয়ার বড় বদল ঘটবে বঙ্গে। দেখা মিলবে শীতের।
আজ অর্থাৎ শুক্রবার, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যদিও কোনও জায়গাতেই ভারী বৃষ্টি হবে না বলে আগেই জানিয়েছে হাওয়া অফিস তবে বৃষ্টি হলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না। কারণ এইমুহুর্তে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা এখন আর নেই। জানা গিয়েছে মাসের প্রথম সপ্তাহেই ধীরে ধীরে শীতের আমেজ টের পাবে বঙ্গবাসী। আগামী তিন-চার দিনে স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা। সকালের দিকে কুয়াশা দেখা যাবে দু’এক জায়গায়।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ শনিবার থেকে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে শুরু করবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আবহাওয়া থাকবে মূলত শুকনো। কোথাও কোনো এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হয়তো শুধু উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে এই জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ সব জেলাতেই তখন কমবেশি বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
আগামীকাল উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে মূলত শুকনো আবহাওয়া থাকবে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। সেখানেও আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি।