কলকাতাঃ ২০২৫-র আইপিএলে নতুন অধিনায়ক পাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), সঙ্গে মিলবে নতুন মাঠও। হ্যাঁ, ঠিকই শুনেছে। ইডেন গার্ডেন্স ছাড়াও আরেকটি হোম গ্রাউন্ড পাচ্ছে KKR। আর সেটি প্রতিবেশী রাজ্য ওড়িশাতে। এর আগে কটকের বড়বাটি স্টেডিয়ামে KKR -র দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে খেলেছে। এবার প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় নতুন ঘরের মাঠ পাচ্ছে কলকাতা। জানা যাচ্ছে, ত্রিপুরার রাজধানী আগরতলার নরসিংহগড়ের স্টেডিয়ামে খেলতে দেখা যেতে পারে রিঙ্কু সিংদের।
KKR-র দ্বিতীয় হোম গ্রাউন্ড | Kolkata Knight Riders’ second home ground |
উল্লেখ্য, প্রায় ৭ বছর ধরে আগরতলার নরসিংহগড়ে ১৮৫ কোটি টাকা খরচে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে তুলছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ২০১৭ সাল থেকে ওই স্টেডিয়াম গড়ার কাজ শুরু হলেও এখনও সম্পূর্ণ হয়ে ওঠেনি বলেই জানা যাচ্ছে। তবে ২০২৫-র IPL-র আগে সেই স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছে ত্রিপুরার ক্রিকেট সংস্থার কর্তারা।
ইডেন গার্ডেন ছাড়াও নরসিংহগড় স্টেডিয়ামে খেলবে KKR
ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সুব্রত দে সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, ‘আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল কিছুদিন আগেই আগরতলার এই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে ঘুরে গিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন যে, ২০২৫-র আইপিএলের আগে যদি স্টেডিয়াম তৈরির কাজ শেষ হয়ে যায়, তাহলে সেটিকে কেকেআরের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে ধরা হবে। যদি না তৈরি হয়, তাহলে অন্য কোনও রাজ্যের স্টেডিয়াম এই মর্যাদা পাবে।
সুব্রত দে জানান, আমাদের কাছে এটা সুবর্ণ সুযোগ, তাই আমরা দ্রুত কাজ শেষ করার লক্ষ্যে রয়েছি। আমরা এর জন্য একটি নামী সংস্থাকে দায়িত্ব দিয়েছি। তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারলে অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে।
উল্লেখ্য, ২২ মাসে এই স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু ৭ বছরেও তৈরি হয়ে ওঠেনি। এই নিয়ে সুব্রতবাবু জানান, TCA-র বৈঠকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য উঠেপড়ে লেগেছি।