কলকাতাঃ প্রতিটা ফ্রাঞ্চাইজি তাঁদের রিটেন করা প্লেয়ারদের তালিকা প্রকাশ করেছে। এবার প্রস্তুতি আইপিএল নিলামের। আর তার আগেই দুঃসংবাদ সামনে এল। আসলে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস ২০২৫-র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ স্কিপ করার প্রস্তুতি নিচ্ছেন। রিপোর্ট মতে, ইংল্যান্ডের এই অলরাউন্ডার বড় টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছেন, তাই তিনি এবার IPL খেলতে চাইছেন না।
দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী, এ মাসে হতে চলা IPL মেগা নিলামে নিজের নাম নথিভুক্ত করছেন না বেন স্টোকস। ব্রিটিশ অধিনায়ক টেস্ট ক্রিকেটের উপর বেশি নজর দিতে চাইছেন। তিনি আসন্ন একটি বড় টেস্ট সিরিজে নিজেকে প্রস্তুত করার জন্য এই সিদ্ধান্ত নিতে পারেন। এও শোনা যাচ্ছিল যে, এবার কলকাতা নাইট রাইডার্স নাকি তাঁকে নেওয়ার জন্য ঝাঁপাত। তবে, KKR-র সেই আশা আর পূর্ণ হবে না।
তবে এই প্রথম না, গতবারের IPL-এও খেলেননি স্টোকস। তিনি মেগা অকশন থেকে দূরেই ছিলেন। বেন স্টোকস ২০২৩ সালে শেষবার IPL খেলেছিলেন। সেবার তিনি চেন্নাই সুপার কিংসের অংশ ছিলেন। যদিও তিনি গোটা আইপিএলে খেলেননি। প্রথমে কটি ম্যাচ খেলার পর চোটগ্রস্ত হন, এরপর তাঁকে আর দেখা যায়নি। গতবারও টেস্ট সিরিজ খেলার জন্য আইপিএলে খেলেননি তিনি।
Ben Stokes is expected to skip the 2025 IPL mega-auction to focus on his Test career. (TOI) pic.twitter.com/K3hVCsKpWb
— Lorris (@lorris03) November 2, 2024
রিপোর্ট অনুযায়ী, বেন স্টোকস লাল বলের পাশাপাশি সাদা বলের ক্রিকেটেও প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। ইংল্যান্ডের এই অলরাউন্ডার ২০২২ সালে নিজের শেষ T20 ম্যাচ খেলেছিলেন। এছাড়াও তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে, ২০২৩ এর বিশ্বকাপে তিনি অবসর ভেঙে খেলতে নামেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |