রিঙ্কু সিংকে ৬ কোটি কম দিয়েছে KKR, খসবে আরও ১২ কোটি! মেগা নিলামের জন্য কত রইল হাতে?

Published on:

rinku singh kkr

কলকাতাঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮ তম আসর বসতে চলেছে ২০২৫-এ। তার আগে হবে মেগ অকশন। আর সেই অকশনের আগে সমস্ত ফ্রাঞ্চাইজিই ৩১ অক্টোবর তাঁদের রিটেন করা প্লেয়ারদের নাম প্রকাশ করেছে। IPL 2025-এ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাঁদের ৬ প্লেয়ারকে দলে রেখে দিয়েছে। রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, রমণদীপ সিং, হর্ষিত রানা, আন্দ্রে রাসেল ও সুনীল নরেনকে হাতছাড়া করেনি শাহরুখ খানের দল। তবে ১০ বছর পর ট্রফি জেতানো অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে তাঁরা। KKR তাঁদের ৬ প্লেয়ারকে রিটেন করে ৫৭ কোটি টাকা খরচ করেছে। কিন্তু তাঁদের পকেট থেকে অতিরিক্ত ১২ কোটি টাকা খসেছে। আর এর পিছনে রয়েছে IPL কাউন্সিলের বড় একটি নিয়ম।

WhatsApp Community Join Now

আসলে KKR রিঙ্কু সিংকে ১৩ কোটি টাকা দিয়ে নিজেদের দলে রেখে দিয়েছে। ওদিকে বরুণ চক্রবর্তী, সুনীল নরেন আর আন্দ্রে রাসেলকে ১২ কোটি করে দিতে হয়েছে। কিন্তু রমণদীপ সিং আর হর্ষিত রানার জন্য ৪ কোটি করেই খরচ করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। কারণ, তাঁরা দুজনার কেউই এখনও জাতীয় দলের হয়ে অভিষেকের সুযোগ পাননি।

রিঙ্কু সিংকে ৬ কোটি কম দিয়েছে KKR

এই ৬ প্লেয়ারকে ধরে রাখতে মোট ৫৭ কোটি টাকা খরচ করেছে KKR। তবে IPL কাউন্সিলের তরফে প্রত্যেক প্লেয়ারের জন্য প্রথম থেকেই একটা আলাদা করে রেট ধরা থাকে। রিটেন করার সময় ওই প্লেয়ারকে যদি কম টাকা দেওয়া হয়, তাহলে IPL কর্তৃপক্ষ সেই টাকা ফ্রাঞ্চাইজির থেকে কেটে প্লেয়ারদের দিয়ে দেয়। KKR রিঙ্কু সিংকে ১৩ কোটি টাকা দিয়ে দলে রেখেছে। কিন্তু IPL কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, রিঙ্কু সিং ১৮ কোটি পাওয়ার যোগ্য। এছাড়াও বরুণ চক্রবর্তীও ২ কোটি কম পেয়েছেন। এদের দুজনার মিলিয়ে মোট ৭ কোটি টাকা KKR-র পকেট থেকেই কাটা হবে।

আন্দ্রে রাসেলকেও কম দিয়েছে KKR

ওদিকে সুনীল নরেনকে ১২ কোটি টাকা দিয়ে দলে রেখেছে KKR। কিন্তু ক্যারিবিয়ান এই স্পিনারের মোট বাজারদর ছিল ১১ কোটি। তাঁকে ১ কোটি বেশিই দেওয়া হয়েছে। এছাড়াও আন্দ্রে রাসেলের মূল্য ছিল ১৮ কোটি, তাঁকে ১২ কোটি টাকায় রিটেন করা হয়েছে। IPL কাউন্সিল KKR-র থেকে বাকি ৬ কোটি টাকা কেটে নেবে। কলকাতা মোট ৫৭ কোটি টাকা খরচ করলেও, আরও অতিরিক্ত ১২ কোটির বোঝা তাঁদের উপর চাপছে।

মেগা নিলামের জন্য কত রইল KKR-র হাতে?

কলকাতা নাইট রাইডার্স ৪ জন জাতীয় দলের প্লেয়ার আর ২ জন আনক্যাপড প্লেয়ারকে দলে রেখেছে। যার জন্য তাঁদের মোট খরচ হতে চলেছে ৫৭+১২ কোটি (৬৯ কোটি টাকা)। IPL মেগা অকশনের আগে তাঁদের হাতে এখন মোট আর ৫১ কোটিই রয়েছে। আর এই টাকা দিয়ে নামীদামী প্লেয়ারদের কিনতে ঘাম ছুটবে শাহরুখ খানের দলের।

সঙ্গে থাকুন ➥