শ্বেতা মিত্র, কলকাতাঃ আজ ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। আর আজকের এই বিশেষ দিনটিকে উপলক্ষ করে ভাই বোন, দাদা দিদি থেকে শুরু করে সকলেই আনন্দের মেতে উঠেছেন। অনেক সম্পর্ক রয়েছে, কিন্তু ভাই বোন বা দাদা দিদির মধ্যেকার সম্পর্কের মাহাত্মই আলাদা। যাইহোক, এই ভাইফোঁটা উপলক্ষে এবার রাজ্যবাসীকে বিরাট চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আসলে নিজের ফেসবুকে ভাতৃদ্বিতীয়ার ২৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করলেন তিনি। আর সেই ভিডিও দেখে চমকে গিয়েছেন সকলেই।
ভাইফোঁটায় বড় চমক মমতা বন্দোপাধ্যায়ের
একেবারে গান গেয়ে সকলকে উপহার দিয়েছিলেন মুখোমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভাইফোঁটার দিনও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ দুর্গাপুজো এবং কালীপুজোর পর এবং ভাইফোঁটা নিয়ে গান গেয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই। এদের মধ্যে তার গাওয়া গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গতিতে ভাইরাল হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তার দলের কর্মী সমর্থক এবং অন্যান্য সাধারণ মানুষও এই গান সমাজের মাধ্যমে বিপুল পরিমাণে শেয়ার করেছেন এবং যা এখন বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে।
শনিবার রাতে প্রচলিত শুভেচ্ছার ভাষার সঙ্গে সুর ও কথা মিলিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, মঙ্গলদীপে জ্বলুক শিখা’।
ফেসবুকে কমেন্টের বন্যা
এদিকে মুখ্যমন্ত্রীর তরফে শেয়ার করার ভিডিওর কমেন্ট বক্স নানা মানুষের কমেন্টে ভরে উঠেছে। যেমন একজন লিখেছেন, ‘দিদি, যদি বোনরাই না থাকে তাহলে ভাই ফোটা কে দেবে? তাই পশ্চিমবঙ্গের নারীদের আগে সুরক্ষিত রাখুন।’ অন্য আরেকজন লিখেছেন, ‘সৌভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হোক বিশ্ব এই কামনা করি দিদি তুমি আমাদের সবার দিদি, ভাতৃ দ্বিতীয়া উপলক্ষে তুমি আমার প্রণাম নিও। তুমি ভালো থেকো।’ অন্য আরেকজন আবার লিখেছেন, ‘পার্থ চট্টোপাধ্যায় আপনার কাছে ভাই ফোঁটা নিতে চেয়েছে।’
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |