শ্বেতা মিত্র, কলকাতাঃ রেশন কার্ড (Ration Card) হোল্ডারদের জন্য রয়েছে বড় খবর। প্রতি মাসের শুরুতে রেশন সামগ্রী নিয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ করে থাকে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর। এই মাসেও তার ব্যতিক্রম হয়নি। এটা অনেকেই জানেন যে রেশন কার্ডের বিভিন্ন ভাগ রয়েছে। সেই ভাগ অনুযায়ী খাদ্য সামগ্রী নির্বাচন করে সরকার। যার কাছে যে রকমের রেশন কার্ড রয়েছে, সেই অনুযায়ী বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করে থাকে রাজ্য সরকার। নভেম্বর মাসের জন্য বিনামূল্য খাদ্য সামগ্রীর একটা লিস্ট সরকার তৈরি করেছে। সেই লিস্ট অনুযায়ী দেওয়া হবে সামগ্রী।
এখন রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার, রেশন সরবরাহ করার ক্ষেত্রে জালিয়াতি রুখতে নিয়েছে একের পর এক পদক্ষেপ। জালিয়াতি ঠেকানোর জন্য সাধারণ মানুষকেও সাবধান হতে হবে। আপনি আপনার রেশন কার্ডের সাহায্যে কোন কোন সামগ্রী পেতে চলেছেন সেটা আগেভাগে জেনে রাখুন। রেশন কার্ডের বিভিন্ন রকমের ভাগ রয়েছে যেমন- অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড, স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড, খাদ্য সুরক্ষা যোজনা – RKSY-1 ও RKSY-2 Ration Card ও জঙ্গল মহল ও পাহাড়ের প্যাকেজ।
রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে জানানো হয়েছে, নভেম্বর মাসে রেশন তোলার আগে গ্রাহকরা তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস পেয়ে যাবেন। এসএমএসে রেশন কার্ডের ক্যাটেগরি, রেশন সামগ্রীর পরিমাণ, বিনামূল্যে রেশন তোলার তারিখ ইত্যাদি বলে দেওয়া হবে। মেসেজে বলে দেওয়া তারিখে রেশন ডিলারের কাছে গিয়ে তুলে নিতে পারবেন নায্য রেশন সামগ্রী। চলুন দেখে নেওয়া যাক এই মাসে কী কী পেতে চলেছেন=
অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড
এই ক্যাটাগরির রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা এই মাসে বিনামূল্যে পেতে চলেছেন ২১ কেজি চাল এবং ১৩.৩ কেজি আটা অথবা ১৪ কেজি গম। এছাড়াও পেয়ে যাবেন ১ কেজি করে চিনি। এই রেশন কার্ডের মাধ্যমে দেওয়া হয় সর্বাধিক পরিমাণ রেশন সামগ্রী।
স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড
এই বিশেষ রেশন কার্ডধারীদের মাথাপিছু দেওয়া হবে ৩ কেজি চাল এবং ১.৯ কেজি করে আটা। যদি কেউ আটা নিতে না চান, তাহলে ২ কেজি চিনি নিয়ে নিতে পারেন।
RKSY-1 ও RKSY-2 Ration Card
এই বিভাগের রেশনকার্ড হোল্ডারদের জন্য বিনামূল্য খাদ্য সামগ্রীর সুবিধা সরকারের পক্ষ থেকে কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। আগে এই কার্ডের মাধ্যে ৫ কেজি চাল ফ্রি-তে দেওয়া হতো, এখন সেখানে দেওয়া হবে ২ কেজি করে বিনামূল্য চাল।
জঙ্গল মহল ও পাহাড়ের প্যাকেজ
এই প্যাকেজের আওতায় জঙ্গল মহল, পাহাড়ি অঞ্চল, চা বাগানের কর্মী-পরিবারদের জন্য খাদ্য সামগ্রী সরবরাহ করে থাকে রাজ্য সরকার। নভেম্বর মাসেও তার ব্যতিক্রম হচ্ছে না।