৩ বা ৪% নয়, ভাতা বাড়ল ৭ গুণ! শিক্ষকদের নিয়ে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

Published on:

wb teachers

শ্বেতা মিত্র, কলকাতাঃ রাজ্য সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে কী না, সে ব্যাপারে আলোচনা জারি রয়েছে, সরকারী কর্মীদের মধ্যে রয়েছে প্রশ্ন। অন্য দিকে রাজ্যে শিক্ষক নিয়োগের ব্যাপারে তৈরি হয়েছিল বিতর্ক। এই দুইয়ের মাঝে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিছু শিক্ষা কর্মীদের জন্য বিশেষ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যে জারি করা হয়েছে নির্দেশিকা। এই বিশেষ বর্ধিত ভাতার সুবিধা কেবল শিক্ষক কর্মীদের একাংশ লাভ করবেন।

বড় সিদ্ধান্ত সরকারের

WhatsApp Community Join Now

প্রশাসনের এই সিদ্ধান্তের ব্যাপারে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, “মধ্যশিক্ষা পর্ষদ দু’বছর আগেই পরীক্ষাকেন্দ্রের ইনচার্জ, সুপারভাইজারদের ভাতা বাড়িয়েছিল। এই আবহে আমাদের কাছেও ভাতা বৃদ্ধির দাবি আসছিল।” এখানে প্রশ্ন উঠবে, শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত কারা লাভবান হতে চলেছেন? রিপোর্ট অনুযায়ী, পরীক্ষাকেন্দ্রের ইনচার্জ, সেন্টার সেক্রেটারি এবং ভেন্যু সুপারভাইজাররা এই সিদ্ধান্তের ফলে সুবিধা লাভ করতে চলেছেন।

বলা বাহুল্য, ভাতা কেমন দুই গুণ কিংবা তিনগুণ বৃদ্ধি পায়নি, উচ্চমাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা পরিচালনার সঙ্গে যুক্ত শিক্ষকদের ভাতা বৃদ্ধি পেল ৫ থেকে ৭ গুণ, এমনটাই জানানো হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। ইনচার্জ, সেন্টার সেক্রেটারি এবং ভেন্যু সুপারভাইজাররা উচ্ছমাধ্যমিকের পরীক্ষা ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত থাকেন, তাই তাঁদের ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, এই ভাতা বৃদ্ধি করার ফলে কোষাগার থেকে খরচ হবে অতিরিক্ত ৮০ লাখ টাকা।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষার কাজে বহু শিক্ষক ও শিক্ষাকর্মীরা যুক্ত থাকেন। সেই দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত।’ কবে থেকে কার্যকর হবে বর্ধিত হারে ভাতা দেওয়ার কাজ? ২০২৫ সাল থেকে।

কার ভাতা কত বাড়ল?

উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের ইনচার্জরা আগে পেতেন ৩০০ টাকা করে। সেন্টার সেক্রেটারিরা ভাতা বাবদ আগে পেতেন ৩০০ টাকা করে। ভেন্যু সুপারভাইজারদরা ভাতা বাবদ আগে পেতেন ১৫০ টাকা করে।

নতুন করা নিয়ম অনুযায়ী, ডিআই-রা পাবেন ২ হাজার টাকা, জয়েন্ট কনভেনররা পাবেন ২৫০০ টাকা, ডিএসি-রা পাবেন ১৫০০ টাকা, পরীক্ষার ভেন্যুর দায়িত্বে থাকা কাউন্সিল নমিনি পাবেন ৬০০ টাকা, সেন্টার ইনচার্জ পাবেন ১৫০০ টাকা, ভেন্যু সুপারভাইজার পাবেন ১৫০০ টাকা এবং যারা প্রশ্ন দেখাশুনা করবেন, তাঁরা পাবেন ৭০০ টাকা করে।

সঙ্গে থাকুন ➥
X