প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছর অক্টোবর এবং নভেম্বর মাস যেন উৎসবের সাগরে ভাসছে। বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালীপুজো, ভাইফোঁটার মত একের পর এক উৎসব পালিত হয়েছে। এবার অপেক্ষা ছট পুজোর (Chhath Puja 2024)। কিন্তু অনেকেই ছোট পুজোর সঠিক সময় এবং দিন নিয়ে নানা ধন্দে পড়েছে। তাই আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে ছট পুজোর নির্দিষ্ট দিন এবং সময়সূচি নিয়ে আলোচনা করা হল।
কবে হবে ছটপুজো? | Chhath Puja 2024 |
জ্যোতিষীর মতে, মহান উৎসব ছট, কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে সপ্তমী তিথি পর্যন্ত পালিত হয়। এই সময় সূর্য দেবতার পূজা করা হয়। আসলে ষষ্ঠী শব্দ থেকেই ছট বা ছটী শব্দটি এসেছে। অনেকেই এই পার্বণকে সূর্যষষ্ঠী, ছট বা ডালা ছট পুজো বলে থাকেন। এদিন সমস্ত মহিলারা সন্তানের দীর্ঘায়ু কামনায় প্রায় ৩৬ ঘণ্টা নির্জলা উপবাস করেন। চলতি বছরে এই ছটপুজোর তিথি পড়েছে ৭ নভেম্বর বেলা ১২ টা ৪১ মিনিট থেকে। আর ৮ নভেম্বর বেলা ১২ টা ৩৪ মিনিটে এই তিথি শেষ হবে। তবে ৭ নভেম্বর পালিত হবে ছট পুজো।
খরনা কবে পালন করা হবে? | Chhath Puja Kharna 2024 |
এই দিনে ভক্তরা গঙ্গাসহ পবিত্র নদীতে স্নান ও ধ্যান করে সূর্যদেবের পূজা করেন। এর পর সাত্ত্বিক খাদ্য অর্থাৎ চাল, ডাল এবং করলা সবজি খাওয়া হয়। পরদিন পালিত হয় খরনা। এই দিনে ভক্তরা দিনভর নির্জল উপবাস পালন করেন। সন্ধ্যায় তিনি স্নান করেন, ধ্যান করেন এবং ছঠি মাইয়া পূজা করেন। পূজা শেষে ভক্তরা প্রসাদ গ্রহণ করেন। এরপর শুরু হয় নির্জলা উপবাস। খরনা এ বছরের ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই ছট পূজা চার দিন ধরে চলে এবং এটি সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং কঠোর উৎসবগুলোর মধ্যে একটি।
বলা হয়, ছট পূজা মানসিক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। পূজার সময়, একটি সৃজনশীল প্রশান্তি মনের মধ্যে বিরাজ করে এবং নেতিবাচক শক্তিগুলিকে শরীর থেকে দূরে সরিয়ে দিয়ে ইতিবাচক মনোভাবের উদ্ভাবন ঘটায়। শাস্ত্রে বলা হয়ে থাকে যে এই সময় ঘরে সাতটি ঘোড়ায় টানা রথের সাথে সূর্য দেবতার একটি ছবি বাড়ির পূর্ব দিকে দেওয়ালে রাখলে ইতিবাচক শক্তি, সমৃদ্ধি এবং খাদ্যের প্রাচুর্যের দরজা খুলে যাবে।