কলকাতাঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ৩-০ তে পরাজিত হয়েছে ভারত। টিম ইন্ডিয়ার ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার দেশের মাটিতেই হোয়াইট ওয়াশ হতে হল। বাংলাদেশের সামনে যেই ভারতীয় দলকে বাঘের মতো দেখা গিয়েছিল, তাঁদেরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেমন বেড়াল বেড়াল লাগছিল। এই লজ্জাজনক হারের পর চারিদিকে নিন্দার ঝড় উঠেছে। সমালোচিত হচ্ছে ভারতের অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ও দলের কোচ গৌতম গম্ভীর।
রোহিত শর্মা ও বিরাট কোহলিকে তিন ম্যাচের ৬ ইনিংসেই পিচে টিকে থাকার জন্য যুদ্ধ করতে দেখা গিয়েছে। আর এরই মধ্যে এক খবর সামনে আসছে। যেখানে জানা যাচ্ছে যে, রোহিত শর্মা ও বিরাট কোহলি বিসিসিআইয়ের একটি বিশেষ প্রস্তাব ফিরিয়েছিলেন।
BCCI-র প্রস্তাব ফিরিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, BCCI বাংলাদেশ আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হওয়া টেস্ট সিরিজের আগে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে BCCI দলীপ ট্রফিতে অংশ নেওয়ার কথা বলেছিল। বিসিসিআই এই প্রস্তাব দেওয়ার পরেও দুজনাই বিশ্রামের দোহাই দিয়ে সেখানে অংশ নেননি। তবে শুধু এদের দুজনকেই না না রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনকেও দলীপ ট্রফিতে খেলতে বলেছিল। কিন্তু এরাও সেই আবেদনে সাড়া দেননি।
টিম ইন্ডিয়াকে নিয়ে তুঙ্গে সমালোচনা
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একেবারে ল্যাজেগোবরে হয়েছে ভারতীয় দল। প্রথম দুই টেস্ট হারের পর তৃতীয় টেস্ট ভারতীয় দলের কাছে ছিল সম্মান বাঁচানোর লড়াই। কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে তাঁরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সামান্য রানের লক্ষ্যও ছুঁতে পারেনি ভারতীয় দলের ব্যাটাররা। মুড়ি মুড়কির মতো পড়েছে উইকেট। এরপর থেকেই তাঁদের নিয়ে সমালোচনা চলছে।