শ্বেতা মিত্র, কলকাতাঃ বর্তমানে সমগ্র দেশ উৎসবের মেজাজে রয়েছে। সম্প্রতি গিয়েছে দুর্গাপুজো থেকে শুরু করে লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা। আর এখন সকলে অপেক্ষা করছেন ছট পুজোর জন্য। এই ছট পুজো বিহার ও ঝাড়খণ্ডের মানুষের কাছে খুবই বিশেষ। এমনিতে উৎসবের মরসুমে বিশেষ করে ট্রেনগুলিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। তবে আর চিন্তা নেই, কারণ এই উৎসবের আবহে এবার একগুচ্ছ ট্রেনে চালানোর ঘোষণা করল পূর্ব রেল। সবথেকে বড় কথা, এই ট্রেনগুলি বিশেষভাবে ছাড়বে শিয়ালদা, হাওড়া, কলকাতা স্টেশনে থেকে। হ্যাঁ ঠিকই শুনেছেন।
হাওড়া-শিয়ালদা থেকে একগুচ্ছ ট্রেনে চালানোর ঘোষণা রেলের
এমনিতে সামনেই রয়েছে ছট পুজো। শুধু তাই নয়, আবার শীতের মরসুম আসছে। আর শীতের সময়ে যেকোনও জায়গায় ঘুরতে যাওয়ার হিড়িক পড়ে যায় সাধারণ মানুষের। বিশেষ করে বাঙালিদের পায়ে এমনিতেই সর্ষে ফুল রয়েছে বলে দাবি করা হয়। যে কারণে একটু সুযোগ পেলেই কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়েন ভ্রমণপ্ৰিয় বাঙালিরা। যে কারণে এবার সকলের জন্য রইল দারুণ সুখবর।
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ সোমবার থেকেই হাওড়া, শিয়ালদহ, কলকাতা স্টেশন থেকে একগুচ্ছ স্পেশাল ট্রেন চালানো হবে। সবথেকে উল্লেখযোগ্য ট্রেন হল হাওড়া-রক্সৌল স্পেশাল। সোমবার ছাড়াও ট্রেনটি হাওড়া থেকে আগামী ১১, ১৮ ও ২৫ নভেম্বর যাত্রা করবে। হাওড়া-হরিদ্বার স্পেশাল আগামী ৮ ও ১৫ নভেম্বর এই প্রান্ত থেকে ছাড়বে।
উত্তরবঙ্গের জন্যেও একগুচ্ছ ট্রেন চালাবে পূর্ব রেল
আপনিও যদি এই নভেম্বর মাসে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। আগামী ৬ নভেম্বর হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। ছটপুজোর আবহে আগামী ১০, ১৭ ও ২৪ নভেম্বর হাওড়া-পাটনা স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এই ট্রেনটির বিশেষ পরিষেবা মিলবে ডিসেম্বরেও। এর পাশাপাশি আগামী ১, ৮, ১৫, ২২, ২৯ ডিসেম্বর হাওড়া-পাটনা রুটে এই স্পেশাল ট্রেন চলবে। ৭ নভেম্বর হাওড়া-জম্মু তাওয়াই স্পেশাল ট্রেনে সফর করতে পারবেন ইচ্ছুক যাত্রীরা।
পুরী ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলেও আপনি জানলে খুশি হবেন আগামী ৭, ১৪, ২১ ও ২৮ নভেম্বর কলকাতা-পুরী রুটে স্পেশাল ট্রেন চালানো হবে। আগামী ৮, ১৫, ২২ ও ২৯ নভেম্বর হাওড়া-শিলচরের মধ্যে একটি স্পেশাল ট্রেন চলবে। কলকাতা স্টেশন থেকে পাটনার মধ্যে চলবে আরও একটি স্পেশাল ট্রেন। আগামী ৫, ১২, ১৯ ও ২৬ নভেম্বর এই ট্রেন ওই রুটে চলাচল করবে। সেইসঙ্গে আজ থেকে শিয়ালদহ-গোরক্ষপুরের মধ্যে স্পেশাল ট্রেন পরিষেবা শুরু হচ্ছে। এই ট্রেনটি আগামী ৯, ১১, ১৮, ২৩, ২৫, ২৬ ও ৩০ নভেম্বর চলবে। অন্যদিকে, শিয়ালদহ-ভদোদরার মধ্যে আগামী ৫, ১২, ১৯ ও ২৬ নভেম্বর আরও একটি স্পেশাল ট্রেন চালানো হবে।