প্রীতি পোদ্দার, কলকাতা: দুর্যোগ এবং বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে ঝকঝকে আকাশ কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় দেখা গিয়েছে। হেমন্তের এই অপরূপ পরিবেশে মুগ্ধ সকলেই। কিন্তু রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও পিছু ছাড়ছে না বৃষ্টি। কালীপুজো ও ভাইফোঁটাতেও বৃষ্টির পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। কিন্তু বৃষ্টি সেভাবে হয়নি। আকাশ আংশিক মেঘলা ছিল। তবে চলতি সপ্তাহে বৃষ্টির খানিক পূর্বাভাস দিল হাওয়া অফিস।
এখনই কমবে না তাপমাত্রা!
যদিও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে আগামী বেশ কয়েক দিন রাতে ও সকালের দিকে শীতের আমেজ টের পাওয়া যাবে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। কিন্তু সেগুড়ে বালি। তবে, নতুন সপ্তাহের শুরুতে সেই পূর্বাভাসে পরিবর্তন আসায় শীতের আবহের জন্য এখনও কিছুটা অপেক্ষা করতে হবে। আগামী কয়েক দিনে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ অর্থাৎ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ২.৬ ডিগ্রি বেশি। সকালের দিকে শহরের কোথাও কোথাও হালকা কুয়াশা থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, পূবালী হাওয়ার ঝঞ্ঝাটে আকাশে আংশিক মেঘের দেখা পাওয়া যাবে। যার ফলে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার দুই – একটি জায়গায় সামান্য বৃষ্টি হলেও হতে পারে। এমনকি পরশু অর্থাৎ বুধবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরেও। তবে তার পর থেকে আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতাও এখনও পর্যন্ত জারি করা হয়নি।
আগামীকাল উত্তরবঙ্গের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ থাকলেও উত্তরের বেশ কয়েকটি জেলায় বেশ হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে। সেই সঙ্গে আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামী কয়েক দিন উত্তরের কোথাও সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। কোথাও কোথাও কুয়াশা তৈরি হতে পারে সকালের দিকে। তবে মোটের উপর তাপমাত্রা একই থাকবে।