ট্রেন থামিয়ে লাইনে গলা দেওয়া মহিলার প্রাণ বাঁচান লোকো পাইলট! তারপর প্রেম, বিয়ে

Published on:

rail track

বৈশাখী মণ্ডল, কলকাতাঃ মাঝে মাঝে জীবনে এমন কিছু ঘটে যায় যখন মনে হয় বেঁচে থেকের থেকে মৃত্যু হওয়াটা অনেক সুখের। কিন্তু এই মৃত্যুর ইচ্ছে বা চেষ্টা থেকে পুনরায় ফিরে এসে নতুন করে আবার বেঁচে থাকার চেষ্টাতে সফল হতে পারে খুব কম মানুষই। মানুষ যে কতোটা হীনমন্যতা এবং অবসাদে ভুগলে নিজের জীবন শেষ করতে একবারও ভাবেনা এবং সেখান থেকে পুনরায় জীবন নতুন করে শুরু করা এইসব নিয়েই প্রতিবেদনটি।

ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি স্টারে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে বিয়ের পরেও একাধিক মহিলার সাথে পরকীয়ার সম্পর্ক রয়েছে শার্লট লি নামের মহিলার স্বামীর। আর এই ঘটনা জানাজানি হতে ৩৩ বছরের ব্রিটিশ নাগরিক শার্লট লি মানসিক অবসাদে ভেঙে পড়েন ২০১৯ সালে ট্রেন লাইনে গলা দিয়ে নিজেকে শেষ করারও সিদ্ধান্ত নেন।

ব্রেক কষে প্রাণ বাঁচান লোকো পাইলট

কিন্তু লিয়ের জীবনে অন্যকিছু লেখা ছিল। তিনি যখন লাইনে গলা দিতে যান, তখন সেই লাইনে আগত ট্রেনের পাইলটের নজরে আসে ঘটনাটি। তারপর তিনি সাথে সাথেই এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করান। এতে বছর ৩৩ এর শার্লট লি প্রানে বাঁচেন। ট্রেনটি থামার পর ট্রেনের লোকো পাইলট শার্লটের কাছে হেঁটে যান। শর্লটের পাশে বসে ট্রেন চালকটি তাকে জীবনের মানে বোঝান আনুমানিক ৩০ মিনিট ধরে‌। ঠিক এর পরেই শুরু হয় সিনেমার মতো ঘটনা।

৩ বছর প্রেম করার পর বিয়ে

বছর ৩৩ এর শার্লট লি সেই ট্রেন চালকটির খোঁজ করেন ফেসবুকে। তারপর তারা দেখা করেন। তারপর থেকে তারা নিয়োমিত দেখা করা শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যেই দুজন দুজনাকে ভালোবেসে ফেলেন। বছর ৩ প্রেম করার পর তারা একে অপরকে বিবাহও করেন। এখন শার্লট লি সেই ট্রেন চালক ডেভের সঙ্গে চুটিয়ে সংসার করছেন। বর্তমানে তাদের ৩ টি সন্তানও রয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥