পরপর ৪ দিন হাওড়া, শিয়ালদা থেকে বাতিল থাকতে পারে প্রায় ২০০ লোকাল ট্রেন

Published on:

howrah local train

শ্বেতা মিত্র, কলকাতাঃ একদিকে যখন দেশে সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করছে তখন আচমকাই রীতিমতো মাথায় চিন্তার বাজ ভেঙে পড়ল সাধারণ মানুষের মাথায়। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার হাওড়া, শিয়ালদা ডিভিশনে কাজ হওয়ার ঘোষণা করল পূর্ব রেল। সামনে রয়েছে ছট পুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো। পুজোকে কেন্দ্র করে সকলের মধ্যে এক আলাদাই উত্তেজনা কাজ করছে। তবে এসবের মাঝেই আগামী কয়েক দিন ১৮০-টিরও বেশি ট্রেন বাতিল করতে পারে পূর্ব রেল। হাওড়া ডিভিশন থেকে শুরু করে শিয়ালদা ডিভিশন, বাতিল থাকতে পারে একগুচ্ছ ট্রেন। স্বাভাবিকভাবে এমন হলে ব্যাপক যাত্রী হয়রানির আশঙ্কা করা হচ্ছে। আপনিও যদি নিত্যযাত্রী  যাত্রী হয়ে থাকেন এবং কোন কোন ট্রেন বাতিল থাকতে পারে সেটা জানতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি ঝটপট পড়ে ফেলুন।

বাতিল থাকতে পারে ১৮০টির-ও বেশি লোকাল ট্রেন | Local Train Cancelled From Howrah, Sealdah |

WhatsApp Community Join Now

রেলের কাজ চলবে বলে হাওড়া শাখার কর্ড এবং মেন লাইনে। তার জন্য অনেক ট্রেন বাতিল থাকতে পারে।  এখন নিশ্চয়ই আপনি যে কোথায় কাজ হবে? মূলত মসাগ্রামে রেলের কাজ চলবে। যে কারণে আগামী ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত হাওড়া কর্ড এবং মেন লাইনে ১৮৬টি লোকাল ট্রেন বাতিল থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে আপাতত রেলের তরফে সরকারিভাবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। তাহলে এক নজরে দেখে নিন আগামী চার দিন কোন কোন ট্রেন বাতিল থাকবে?

কোন কোন ট্রেন বাতিল থাকবে?

আগামী ১৪ নভেম্বর ও ১৫ নভেম্বর যে যে ট্রেন বাতিল থাকবে সেগুলি হল…

১) হাওড়া-বর্ধমান লোকাল (কর্ড লাইন): ৩৬৮১১, ৩৬৮১৫, ৩৬৮২১, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৩৩, ৩৬৮৩৫, ৩৬৮৩৯, ৩৬৮৪৭, ৩৬৮৫১ এবং ৩৬৮৫৫।

২) হাওড়া-বর্ধমান লোকাল (মেন লাইন): ৩৭৮১১, ৩৭৮১৫, ৩৭৮১৯, ৩৭৮২৩, ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৫, ৩৭৮৪১, ৩৭৮৪৫, ৩৭৮৪৯ এবং ৩৭৮৫৩।

৩) ব্যান্ডেল-বর্ধমান লোকাল (মেন লাইন): ৩৭৭৮১, ৩৭৭৮৩ এবং ৩৭৭৮৫।

৪) শিয়ালদা-বর্ধমান লোকাল (মেন লাইন): ৩১১৫১।

৫) বর্ধমান-হাওড়া লোকাল (কর্ড লাইন): ৩৬৮১২, ৩৬৮১৬, ৩৬৮২০, ৩৬৮২৬, ৩৬৮৩৪, ৩৬৮৩৮, ৩৬৮৪২, ৩৬৮৪৬, ৩৬৮৪৮, ৩৬৮৫২, ৩৬৮৫৪ এবং ৩৬৮৫৮।

৬) বর্ধমান-হাওড়া লোকাল (মেন লাইন): ৩৭৮১২, ৩৭৮১৪, ৩৭৮১৮, ৩৭৮২২, ৩৭৮৩২, ৩৭৮৩৬, ৩৭৮৪০, ৩৭৮৪৪, ৩৭৮৫০ এবং ৩৭৮৫২।

৭) বর্ধমান-ব্যান্ডেল লোকাল (মেন লাইন): ৩৭৭৮২, ৩৭৭৮৪ এবং ৩৭৭৮৬।

৮) বর্ধমান-শিয়ালদা লোকাল (মেন লাইন): ৩১১৫২।

১৬ নভেম্বর বাতিল থাকতে পারে এই ট্রেনগুলি…

১) হাওড়া-বর্ধমান লোকাল (কর্ড লাইন): ৩৬৮১১, ৩৬৮১৫, ৩৬৮২১, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৩৩, ৩৬৮৩৯, ৩৬৮৪৩, ৩৬৮৪৭, ৩৬৮৫১ এবং ৩৬৮৫৫।

২) হাওড়া-মসাগ্রাম লোকাল (কর্ড লাইন): ৩৬০৮১, ৩৬০৮৩, ৩৬০৮৫ এবং ৩৬০৮৭।

৩) হাওড়া-বর্ধমান লোকাল (মেন লাইন): ৩৭৮১১, ৩৭৮১৫, ৩৭৮১৯, ৩৭৮২৩, ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৩, ৩৭৮৩৭, ৩৭৮৪১, ৩৭৮৪৫, ৩৭৮৪৯, ৩৭৮৫১, ৩৭৮৫৩ এবং ৩৭৮৫৫।

৪) ব্যান্ডেল-বর্ধমান লোকাল (মেন লাইন): ৩৭৭৮১, ৩৭৭৮৩ এবং ৩৭৭৮৫।

৫) শিয়ালদা-বর্ধমান লোকাল (মেন লাইন): ৩১১৫১।

৬) বর্ধমান-হাওড়া লোকাল (কর্ড লাইন): ৩৬৮১২, ৩৬৮১৬, ৩৬৮২০, ৩৬৮২২, ৩৬৮২৬, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬৮৩৮, ৩৬৮৪২, ৩৬৮৪৮, ৩৬৮৫২, ৩৬৮৫৪ এবং ৩৬৮৫৮।

৭) মসাগ্রাম-হাওড়া লোকাল (কর্ড লাইন): ৩৬০৮২, ৩৬০৮৪, ৩৬০৮৬ এবং ৩৬০৮৮।

৮) বর্ধমান-হাওড়া লোকাল (মেন লাইন): ৩৭৮১২, ৩৭৮১৪, ৩৭৮১৮, ৩৭৮২০, ৩৭৮২২, ৩৭৮২৮, ৩৭৮৩২, ৩৭৮৩৬, ৩৭৮৪০, ৩৭৮৪৬, ৩৭৮৫০ এবং ৩৭৮৫২।

৯) বর্ধমান-ব্যান্ডেল লোকাল (মেন লাইন): ৩৭৭৮২, ৩৭৭৮৪ এবং ৩৭৭৮৬।

১০) বর্ধমান-শিয়ালদা লোকাল (মেন লাইন): ৩১১৫২।

১৭ নভেম্বর বাতিল থাকবে এই ট্রেনগুলি

১৭ নভেম্বর কোন কোন ট্রেন বাতিল থাকতে পারে?
১) হাওড়া-বর্ধমান লোকাল (কর্ড লাইন): ৩৬৮১১, ৩৬৮১৫, ৩৬৮২১, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৩৩, ৩৬৮৩৫, ৩৬৮৩৯, ৩৬৮৪৩, ৩৬৮৪৭, ৩৬৮৫১ এবং ৩৬৮৫৫।

২) হাওড়া-মসাগ্রাম লোকাল (কর্ড লাইন): ৩৬০৮৫ এবং ৩৬০৮৭।

৩) হাওড়া-বর্ধমান লোকাল (মেন লাইন): ৩৭৮১১, ৩৭৮১৫, ৩৭৮১৯, ৩৭৮২৩, ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৫, ৩৭৮৩৭, ৩৭৮৪১, ৩৭৮৪৯, ৩৭৮৫১, ৩৭৮৫৩ এবং ৩৭৮৫৫।

৪) ব্যান্ডেল-বর্ধমান লোকাল (মেন লাইন): ৩৭৭৮১, ৩৭৭৮৩ এবং ৩৭৭৮৫।

৫) শিয়ালদা-বর্ধমান লোকাল (মেন লাইন): ৩১১৫১।

৬) বর্ধমান-হাওড়া লোকাল (কর্ড লাইন): ৩৬৮১২, ৩৬৮১৬, ৩৬৮২০, ৩৬৮২২, ৩৬৮২৬, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬৮৩৮, ৩৬৮৪২, ৩৬৮৪৬, ৩৬৮৪৮, ৩৬৮৫২, ৩৬৮৫৪ এবং ৩৬৮৫৮।

৭) মসাগ্রাম-হাওড়া লোকাল (কর্ড লাইন): ৩৬০৮৬ এবং ৩৬০৮৮।

৮) বর্ধমান-হাওড়া লোকাল (মেন লাইন): ৩৭৮১২, ৩৭৮১৪, ৩৭৮১৮, ৩৭৮২০, ৩৭৮২২, ৩৭৮২৮, ৩৭৮৩২, ৩৭৮৩৬, ৩৭৮৪০, ৩৭৮৪৪, ৩৭৮৫০ এবং ৩৭৮৫২।

৯) বর্ধমান-ব্যান্ডেল লোকাল (মেন লাইন): ৩৭৭৮২ এবং ৩৭৭৮৬।

১০) বর্ধমান-শিয়ালদা লোকাল (মেন লাইন): ৩১১৫২।

সঙ্গে থাকুন ➥