৬ প্রতিভাবান ক্রিকেটারের কেরিয়ার খতম রোহিত, গম্ভীর যুগে! সুযোগ পেতে করছেন হা-হুতাশ

Published on:

rohit gambhir

কলকাতাঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও দলের কোচ গৌতম গম্ভীরকে নিয়ে হাজারো প্রশ্ন উঠছে। একদিকে বলা হচ্ছে রোহিত শর্মা দীর্ঘদিন ধরে রানে নেই, অন্যদিকে গৌতম গম্ভীরের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠছে। আসলে গম্ভীর দলের কোচ হওয়ার পর থেকে শ্রেয়স আইয়ার, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানাদের মতো প্লেয়াদের দলে সুযোগ দেওয়ার তদারকি করছেন। এছাড়াও KKR-র প্রাক্তন অ্যাসিসেটেন্ট কোচ অভিষেক নায়ারকেও ভারতীয় দলের সাপোর্ট স্টাফে সুযোগ দিয়েছেন গম্ভীর। এই নিয়ে অনেকেই গম্ভীরের সিদ্ধান্তের উপর ক্ষুব্ধ।

WhatsApp Community Join Now

তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ হারের পর এবার BCCI গম্ভীরের ক্ষমতার উপর রাশ টানতে চাইছে। আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় দল যদি কাঙ্ক্ষিত পারফর্ম না করতে পারে, তাহলে গম্ভীরের থেকে দলের সদস্য নির্বাচনে অঙ্গুলিহেলনের ক্ষমতা কেড়ে নেবে বিসিসিআই। আসলে রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়ের মতো কোচও এই সুবিধা পেতেন না। তাই গম্ভীরের থেকেও এবার এই সুবিধা কেড়ে নেওয়া হতে পারে। তবে এই মুহূর্তে রোহিত শর্মা ও গম্ভীরের আমলে অনেক প্রতিভাবান ক্রিকেটারকে সুযোগ না দেওয়ারও অভিযোগ উঠে আসছে।

অজিঙ্ক রাহানে | Ajinkya Rahane Test Career |

রোহিত, গম্ভীর আমলে উপেক্ষিত ক্রিকেটারদের মধ্যে একজন হলে অজিঙ্ক রাহানে। ২০২৩ সালে ২০ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে শেষবার টেস্ট খেলেছিলেন রাহানে। তারপর তাঁকে আর সুযোগ দেওয়া হয়নি। এদিকে রাহানে তার টেস্ট কেরিয়ারে ৮৫টি ম্যাচ খেলেছেন। সেখানে ১৪৪ ইনিংসে তিনি ৩৮.৪৬ এর গড়ে ৫০৭৭ রান করেছেন। এর মধ্যে তার সর্বোচ্চ রান হল ১৮৮। রাহানে তার টেস্ট কেরিয়ারে ১২ টি শতরান ও ২৬ টি অর্ধ শতরান করেছেন।

ভুবনেশ্বের কুমার | Bhuvneshwar Kumar Test Career |

ধোনির আমলে ভারতীয় বোলিংয়ের স্তম্ভ ছিলেন ভুবনেশ্বের কুমার। কিন্তু চোট, আঘাতের কারণে ২০১৮ সালের জানুয়ারিতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলার পর তিনি আর সুযোগ পাননি। ভুবনেশ্বের কুমার ভারতীয় দলের হয়ে মাত্র ২১ টি টেস্ট ম্যাচ খেলেছেন। সেখানে তিনি ৬৩ টি উইকেট পেয়েছেন। তার সর্বশ্রেষ্ঠ পারফর্মেন্স হল ৮২ রানে ৬ উইকেট নেওয়া। একদিকে যখন মহম্মদ সিরাজের মতো বোলাররা দিনের পর দিন ব্যর্থ হচ্ছেন, সেই সময় ভুবনেশ্বের কুমারকে ফের মাঠে ফিরিয়ে আনার দাবি উঠছে।

মহম্মদ শামি | Mohammed Shami Test Career |

২০২৩-র বিশ্বকাপে শেষ দেখা গিয়েছিল তাঁকে! চোটের কারণে ২০২৪-র IPL-ও খেলেননি তিনি। তবে এখন তিনি সুস্থ। নেটে অনুশীলনও করছেন। কিন্তু, বর্ডার-গাভাস্কার ট্রফির মতো গুরুত্বপূর্ণ সিরিজে শামিকে দলে জায়গা না দিয়ে KKR-র বোলার হর্ষিত রানাকে সুযোগ দেওয়া হয়েছে। শামি ২০২৩ এর জুন মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার ভারতীয় জার্সি গায়ে টেস্ট খেলতে নেমেছিলেন। মহম্মদ শামি এখনও অবধি ভারতীয় দলের হয়ে ৬৪ টি টেস্ট ম্যাচ খেলেছেন। সেখানে তিনি ২২৯ টি উইকেট পেয়েছেন। তার সর্বশ্রেষ্ঠ পারফরমেন্স হল ৫৬ রানে ৬ উইকেট।

চেতেশ্বর পূজারা | Cheteshwar Pujara Test Career |

রাহুল দ্রাবিড়ের পর ভারতীয় দলের আরেক স্তম্ভ হলেন চেতেশ্বর পূজারা। তবে তিনি এখন আর সুযোগ পাননা। চেতেশ্বর পূজারা ভারতীয় দলের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন ২০২৩ এর জুন মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। পূজারা ১০৩ টি টেস্ট ম্যাচ খেলেছেন যেখানে তিনি ৪৩.০৫ এর গড়ে ৭১৯৫ রান করেছেন। তার সর্বোচ্চ রান অপরাজিত ২০৬। নিজের টেস্ট কেরিয়ারে ৩৫ টি হাফ সেঞ্চুরি ও ১৯ টি সেঞ্চুরি করেছেন পূজারা।

ঈশান কিষাণ | Ishan Kishan Test Career |

ভারতীয় দলের আরেক প্রতিভাবান ক্রিকেটার। যিনি রোহিত, গম্ভীরের আমলে টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন না। ২০২৩ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন কিষাণ। এখনও পর্যন্ত মাত্র ২ টি টেস্টেই সুযোগ পেয়েছেন তিনি। যেখানে ৭৮ এর গড়ে তিন ইনিংসে মাত্র ৭৮ রানই করেছেন কিষাণ। তার সর্বশ্রেষ্ঠ স্কোর হল অপরাজিত ৫২।

সঙ্গে থাকুন ➥
X