বেতনের সাথে মিলবে আরও ৩৬০০ টাকা, ২.৬৩% DA বাড়াল সরকার

Published on:

bank workers

শ্বেতা মিত্রঃ উৎসবের আবহে একের পর এক সুখবর পেয়েই চলেছেন সরকারি কর্মীরা। ইতিমধ্যেই লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা থেকে শুরু করে মহার্ঘ্য ত্রাণ বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র। তবে এবার সরকারের তরফে ব্যাঙ্ক কর্মীদের জন্য সুখবর শোনানো হল। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে এবার লক্ষ লক্ষ ব্যাঙ্ককর্মীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি (Dearness Allowance) করা হল। তাও কিনা ২.৬৩ শতাংশ।

বড় ঘোষণা সরকারের

WhatsApp Community Join Now

এমনিতে DA বৃদ্ধি নিয়ে সকলের মধ্যে খুশির আমেজ বিরাজ করছে। যদিও এসবের মাঝে এবার ব্যাঙ্ক কর্মীদের মহার্ঘ্য ভাতা ২.৬৩% বৃদ্ধি পেয়েছে বলে জানালেন ‘অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’-র সাধারণ সম্পাদক সিএইচ বেঙ্কটচেলাম। তিনি জানিয়েছেন, ২০২৪ সালের নভেম্বর থেকে ১৯.৮৩ শতাংশ DA কার্যকর হয়েছে। আগে সেটা ছিল ১৭.২ শতাংশ। অর্থাৎ ২.৬৩ শতাংশ ডিএ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ‘অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’-র সাধারণ সম্পাদক।

কাদের, কতটা DA বাড়ল?

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কাদের কতটা ডিএ বেড়েছে? এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন ‘অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন’-র সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছেন, সাবস্টাফের ক্ষেত্রে ন্যূনতম ৭০০ টাকা ডিএ বেড়েছে। আর সর্বাধিক ডিএ বৃদ্ধি পেয়েছে ১,৮০০ টাকা। আবার ক্লারিকাল পদের কর্মীদের ক্ষেত্রে সর্বনিম্ন ৮৭০ টাকা ডিএ বৃদ্ধি পেয়েছে। আর সর্বোচ্চ অঙ্কটা ৩,৩৭০ টাকা। এছাড়াও স্কেল ১-এ যে কর্মীরা আছেন, তাঁদের ন্যূনতম ১,৬০০ টাকা বেড়েছে। সর্বোচ্চ ৩,৬০০ টাকা ডিএ বৃদ্ধি পেয়েছে। স্কেল ২-র কর্মীদের ২,২০০ টাকা থেকে ৪,১০০ টাকার মধ্যে ডিএ বেড়ছে। স্কেল ৩-র কর্মীদের ডিএ বৃদ্ধির অঙ্কটা ২,৯০০ টাকা থেকে ৪,২০০ টাকার মধ্যে আছে বলে জানানো হয়েছে সরকারের তরফে।

এর পাশাপাশি স্কেল ৪-র কর্মীদের ক্ষেত্রে ডিএ বৃদ্ধির অঙ্কটা ৩,৫০০ টাকা থেকে ৪,৪০০ টাকার মধ্যে রয়েছে। স্কেল ৫-র কর্মীদের ক্ষেত্রে ন্যূনতম ডিএ বৃদ্ধি পাচ্ছে ৪,১০০ টাকা। আর সর্বোচ্চ ডিএ ৪,৮০০ টাকা বেড়েছে। সেইসঙ্গে স্কেল ৬ এবং স্কেল ৭-র কর্মীদের ক্ষেত্রে সর্বনিম্ন মহার্ঘ ভাতা ৪,৯০০ টাকা বৃদ্ধি স্কেল ৮ এবং স্কেল ৯-র কর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ ডিএ বৃদ্ধি পেয়েছে ৬,০০০ টাকা।

সঙ্গে থাকুন ➥
X