কলকাতাঃ ISL-এ ইস্টবেঙ্গলের (East Bengal FC) হতশ্রী পারফরমেন্স দেখেছে সবাই। যার জেরে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত মাঝপথেই দলের সমস্ত দায়িত্ব ত্যাগ করেন। এরপর কে হবেন মশালবাহিনীর কোচ, তা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। কিন্তু সেই জল্পনারও অবসান হয়েছে। কুয়াদ্রাতের পর আরেক স্প্যনিশ কোচ অস্কার ব্রুজনকে নিয়োগ করেছে লাল-হলুদ। এবার শোনা যাচ্ছে যে, ক্লেটন সিলভাকে রিলিজ করতে চলেছে ইস্টবেঙ্গল।
ISL বিশ্রী পারফরমেন্স-র পর ভুটানে AFC চ্যালেঞ্জ লিগ খেলতে যায় ইস্টবেঙ্গল। সেখানে পারো এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচে এগিয়ে থেকেও ড্র করে তাঁরা। তবে পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়ায় লাল হলুদ। পরপর বাংলাদেশের বসুন্ধরা কিংস ও লেবাননের নাজমেহ এফসিকে পরাজিত করে গ্রুপের শীর্ষে চলে যায় ব্রুজর ছেলেরা। এরপর থেকে ফের লাল-হলুদের সমর্থকরা দলকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে।
আগামী ৯ নভেম্বরে মিনি ডার্বিতে নামবে ইস্টবেঙ্গল। খেলা হবে মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে। ওই ম্যাচে জয় পেয়ে ISL-এ খাতা খুলতে চায় সাউল ক্রেসপোরা। এবার শোনা যাচ্ছে যে, ইস্টবেঙ্গল দলে কিছুটা পরিবর্তন আসতে পারে। সূত্র অনুযায়ী, ইস্টবেঙ্গল এবার ব্রাজিলিয়ান তারকা প্লেয়ার ক্লেটন সিলভাকে ছেড়ে দিতে পারে।
ক্লেটন সিলভার বদলে কে আসছেন ইস্টবেঙ্গলে?
সিলিভার বদলে আরেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবিনহোকে দলে নিতে পারে ইস্টবেঙ্গল। রবিনহো গত মরসুমে বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলেছিলেন। তার পারফরমেন্সে মুগ্ধ হয়েছিল ৮ থেকে ৮০ সকলেই। AFC টুর্নামেন্টে মোহনবাগানকে হারানোর পিছনেও তার অবদান ছিল অনস্বীকার্য। এবার তাঁকেই দলে নিতে পারে ইস্টবেঙ্গল। আসলে লাল হলুদের বর্তমান কোচ অস্কার ব্রুজন গত মরসুমে বসুন্ধরার কোচ ছিলেন। আর এবার তিনি তার প্রিয় ছাত্রকেও নিজের কাছে টানতে পারেন বলে খবর।
কবে ইস্টবেঙ্গলে আসছেন রবিনহো?
উল্লেখ্য, নভেম্বরের শেষ পর্যন্ত বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ রবিনহো। এরপরেই স্বাধীন হবেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। তারপরেও লাল হলুদের তরফে তাঁকে দলে টানা হতে পারে। বলতে গেলে আর কটা দিন পরেই লাল-হলুদ জার্সিতে দেখা যাবে রবিনহোকে।