শ্বেতা মিত্র, কলকাতাঃ সকল প্রতীক্ষার অবসান ঘটে বাংলায় শীতের (Winter) আমেজ পড়ে গিয়েছে। সেইসঙ্গে আবার দোসর হয়েছে বৃষ্টিও। এদিকে আবহাওয়া বদলের জেরে ঘরে ঘরে এখন সর্দি কাশি। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলা জুড়ে শীতের আমেজ থাকবে। এর পাশাপাশি কলকাতা শহরসহ বাংলা নানা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আজ নভেম্বরও সেটার ব্যতিক্রম ঘটবে না। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী দু’দিন বাংলা জুড়ে জাঁকিয়ে শীতের আমেজ থাকবে সেই সঙ্গে কুয়াশার দাপটও চলবে। যাইহোক আজ আপনিও কী বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন কেমন থাকবে আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ এবং আগামী কয়েক দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে হু হু করে কমবে তাপমাত্রাও।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের জেলাগুলিতেও একদিকে যখন হুহু করে তাপমাত্রা কমছে সেই সঙ্গে বৃষ্টিরও সম্ভাবনাও কিন্তু যতই প্রবল হচ্ছে। হাওয়া অফিসে তরফে জানানো হয়েছে এদিন উত্তরবঙ্গের উপরিভাগের জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া খুব ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।
আগামীকালের আবহাওয়া
আলিপুর মৌসুম ভবনের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হবে।
কমবে তাপমাত্রা
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিন এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি অবধি তাপমাত্রা পতন হবে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বাংলার মানুষকে শীতের মরশুমের জন্য এখনও কিছুটা অপেক্ষা করতে হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।