TRP টপার হয়েও পরিণীতার জন্য স্লট হারাল নিম ফুলের মধু, নতুন সময় জানাল Zee Bangla

Published:

neem phooler madhu parineeta zee bangla
Follow

শ্বেতা মিত্র, কলকাতাঃ দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে যে Zee Bangla-য় ‘পরিণীতা’ নামের একটি সিরিয়াল আসতে চলেছে। ইতিমধ্যেই আসন্ন এই সিরিয়ালের টিজার অবধি প্রকাশ করা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে। যদিও আসন্ন এহেন সিরিয়ালকে কেন্দ্র করে নানা রকম জল্পনা কল্পনাও শুরু হয়ে গিয়েছে ষ্টুডিও পাড়ায়। কেউ বলছেন এই পরিণীতার জন্য কিছু সিরিয়াল বন্ধ হতে চলেছে তা আবার অনেকেই বলছেন যে কিছু সিরিয়ালের স্লট বদলে যেতে চলেছে।

এবার সকলেই সেই আশঙ্কায় যেন দিনের আলোর মতো মিলে গেল। পরিণীতা সিরিয়ালের জন্য  রীতিমতো কোপ পড়ল জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা নিম ফুলের মধুর ওপর! হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনিও কি জানতে ইচ্ছুক যে কী হয়েছে? তাহলে বিষয়টা জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।

নিম ফুলের মধুর জায়গা দখল করল পরিণীতা?

শোনা যাচ্ছে যে নাকি পর্ণা-সৃজনের নিম ফুলের মধুর জায়গা নাকি দখল করে নিয়েছে পরিণীতা। এর আগে জগদ্ধাত্রী সিরিয়ালের জায়গায় নাকি পরিণীতাকে দেওয়া হবে বলে শোনা যাচ্ছিল। এমনকি জি বাংলা তরফে জগদ্ধাত্রী জায়গায় পরিনিতা সিরিয়ালকে দেওয়ার ঘোষণাও করা হয়েছিল। তবে বিতর্ক শুরু সঙ্গে সঙ্গে সেই স্লট বদলে দেওয়া হয়। তবে এবার পালা নিম ফুলের মধুর। তাহলে কি শেষ হওয়ার মুখে নিম ফুলের মধু? উত্তর হল না। আসলে এবার নতুন সময়ে দেখা দেখা যাবে  বিখ্যাত নিম ফুলের মধু সিরিয়ালকে।

কখন দেখা যাবে পরিণীতা?

চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১১ই নভেম্বর থেকে রাত ৮ টার স্লটে আর দেখা যাবে না নিম ফুলের মধু। নিম ফুলের মধুর স্লটে অর্থাৎ রাত ৮ টায় সম্প্রচারিত পরিণীতা। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে তাহলে নিম ফুলের মধু সিরিয়ালটি কখন দেখা যাবে? তাহলে জানিয়ে রাখি, নিম ফুলের মধুকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সন্ধ্যা ৬ টার স্লট, অর্থাৎ পূবের ময়নার জায়গায়। তাহলে কি পূবের ময়না সিরিয়ালটি বন্ধ হয়ে যেতে চলেছে? উত্তর হলো না। এই মেগাটিকে ৫:৩০ টার স্লটে দেখানো হবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join