জয়ের দিকে অগ্রসর ট্রাম্প, অনেক পিছিয়ে কমলা

Published on:

us election 2024

প্রীতি পোদ্দার: এইমুহুর্তে গোটা বিশ্ব চলতি বছরের মার্কিন নির্বাচনের দিকে নজর রেখেছে। কারণ এই নির্বাচনকে ঘিরে আমেরিকা সহ গোটা বিশ্বে একেবারে টানটান উত্তেজনা ছড়িয়েছে। বিশেষ করে আমেরিকার নির্বাচনের উপর কড়া নজর রেখেছে ভারতও। রাজনৈতিক বিশ্লেষকরা নির্বাচনের আগেই জানিয়েছিলেন যে এবার কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে আশা করা হয়েছিল। আর সেই আশঙ্কাই এবার সত্যি হতে চলেছে।

WhatsApp Community Join Now

দেশের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন হতে চলছে আমেরিকায়। এখনও পর্যন্ত যে পরিসংখ্যান উঠে এসেছে, তাতে হোয়াইট হাউসের দখল পেতে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। গতকাল অর্থাৎ মঙ্গলবার মার্কিন সময় অনুযায়ী সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। অ্যারিজোনা, লোওয়া, ওকলাহোমা, টেক্সাস, কলোরাডো, উইসকনসিন, টেনেসে, নেবারস্কা, আরকানসাস, নিউ মেক্সিকো, উটাহ, মিসিসিপির পাশাপাশি মিনেসোটা, মন্টানা, উত্তর ডাকোটা ও দক্ষিণ ডাকোটার একাংশে ভোট শুরু হয়। ১১টা থেকে ওয়াশিংটন ও আলাস্কায় ভোট শুরু হয়। দুপুর বারোটায় ভোটগ্রহণ শুরু হয় হাওয়াই দ্বীপপুঞ্জে।

ডেমোক্র্যাটসদের প্রার্থী কমলার সাফ বার্তা, “কাজে করে দেখানোর সময় এসেছে। আগামী দু’দিন অনেক কিছু রয়েছে। কিন্তু পরিশ্রমই শেষ কথা। পরিশ্রমই শেষ কথা বলে। কোনও ভুলের জায়গা নেই। আমরাই জিতব।” অন্য দিকে, ট্রাম্পের বক্তব্য, “আমেরিকাবাসীকে বলব, এভাবে বাঁচতে হবে না আমাদের। দুর্বল হয়ে বাঁচতে হবে না আমাদের। আপনাদের সমর্থন পেলে দেশের সব সমস্যা মিটে যাবে। আমেরিকাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সফল হব আমরা। আমার গোটা পৃথিবীকে উদ্ধার করতে পারব।” তবে চলতি বছরের নির্বাচন অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সকলের কাছে। কারণ আমেরিকা স্বাধীনতা অর্জনের পর এখনও পর্যন্ত কোনো মহিলা রাষ্ট্রনেতা হিসেবে নির্বাচিত হয়নি।

কমলাকে পিছনে ফেলে এগোচ্ছে ডোনাল্ড ট্রাম্প!

এইমুহুর্তে শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেখা গিয়েছে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন ২১০টি আসনে অন্যদিকে কমলা হ্যারিস এগিয়ে আছেন ১৭৯টি আসনে। কিন্তু এর আগে বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত করা হয়েছিল যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ট্রাম্পকে সামান্য ভোটের ব্যবধানে হারাবেন কমলা হ্যারিস। তবে এবারেও বুথফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হতে চলেছে। ম্যাজিক ফিগার ২৭০-র কাছাকাছি পৌঁছে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে কমলা হ্যারিস আরও খানিকটা আসনে এগিয়ে রয়েছেন। সংবাদসংস্থা এপির রিপোর্ট অনুযায়ী, ক্যালিফোর্নিয়া জিতে নিয়েছেন কমলা হ্যারিস। আর সেই জয়ের ফলে অনেকটাই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমিয়ে ফেললেন তিনি। গতবারও ক্যালিফোর্নিয়া গিয়েছিল ডেমোক্র্যাটের ঝুলিতে।

সমীক্ষার ভাগ্য বদলাবে সুইং স্টেট!

তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘সুইং স্টেট’ নামে পরিচিত সাত প্রদেশের চূড়ান্ত ফলাফল এক বড় ভূমিকা পালন করেছে। কারণ সেখানে মিশিগান, পেনসিলভ্যানিয়া, উইসকনসিন, জর্জিয়া, নর্থ ক্যারোলিনায় ৫-১ এগিয়ে গিয়েছেন বর্ষীয়ান রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। শুধুমাত্র অ্যারিজোনায় এগিয়ে কমলা হ্যারিস। আশা করা যাচ্ছে এই সুইং স্টেট এর ফলাফল ফের যেকোনও সময় সমস্ত সমীক্ষা উল্টে দিতে পারে। কারণ এর আগে দেখা গিয়েছিল খুব কম মার্জিনে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের ভাগ্য মুহূর্তেই বদলে দিয়েছিল এই সুইং স্টেটগুলো।

সঙ্গে থাকুন ➥