শ্বেতা মিত্র, পূর্ব মেদিনীপুরঃ নতুন করে শিরোনামে উঠে এলো সকলের প্রিয় দীঘার (Digha) সমুদ্র সৈকত। হ্যাঁ ঠিকই শুনেছেন। আসলে দীঘায় নতুন একটি জিনিসকে কেন্দ্র করে সকলের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জলের মধ্যে ভেসে এসেছে একটি অজানা জিনিস যেটিকে সম্পর্কে বেশিরভাগ মানুষই বলতে পারছে না। দীঘা সমুদ্র যে জিনিসটি ভাসতে ভাসতে কোথা থেকে এলো এবং কিভাবেই বা এলো তা নিয়ে সকলে হিসেব রীতিমতো গুলিয়ে গিয়েছে।
দীঘায় রহস্যজনক বস্তু
‘Digha’ নামের একটি পেজ থেকে ছবিটি শেয়ার করা হয়েছে আর এই ছবিটি দেখে রীতিমত সকলের চোখ কপালে উঠেছে। এমনকি এই ছবিটিকে ঘিরে অনেকে ঠাট্টা তামাশা অবধি করতে শুরু করে দিয়েছেন। হাতে একদিন বা দু’দিন ছুটি থাকলেই ভ্রমন প্রিয় বাঙালি কোথাও না কোথাও ঘুরতে যান। আর সবথেকে বাজেট এবং কাছের জায়গার মধ্যে ট্যুর করার জন্য আদৰ্শ জায়গা হল দীঘা। এমনিতে বরাবরই কিছু না কিছু ঘটনাকে ঘিরে দীঘার সমুদ্র সৈকত শিরোনামে উঠে আসে। এবার কিন্তু তার ব্যতিক্রম ঘটল না।
এর আগে দীঘা সমুদ্র থেকে দৈত্যকার মাছ থেকে শুরু করে মৃত ডলফিন সহ বেশ কিছু রহস্যময় জিনিসকে লক্ষ্য করা গিয়েছিল। তবে এবার এমন একটি জিনিসকে সমুদ্রে ভাসতে দেখা গিয়েছে যার কোনওরকম হিসাব খুঁজে পাচ্ছেন না কেউই।
দীঘার সমুদ্রে ওটা কী?
সমুদ্রে যে জিনিসটি ভেসে এসেছে সেটির গায়ে লাল রঙে লেখা রয়েছে BIWTA। এটি কিন্তু নৌকা বা ট্রলার নয় কিন্তু। এদিকে এই নামের অনেকেই ফুল ফর্ম জানিয়েছেন। আসলে যে পেজ থেকে পোস্টটি শেয়ার করা হয়েছে সে পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনদের কমেন্টে ভরে গিয়েছে। একজন বলছেন বাংলাদেশের নিউক্লিয়ার বম্ব। অন্য আরেকজন বলছেন, এটি একটি বাংলাদেশী সাবমেরিন, সম্ভবত হাসিনাকে নিতে এসেছে। অন্য একজন লিখেছেন, এটি হল BOUY, যেটি কিনা জাহাজের জন্য লাগে। এই জিনিসটাকে প্রায়শই সমুদ্রে থাকতে দেখা যায়। কিন্তু এটি দীঘার সমুদ্রে কীভাবে এল তা নিয়ে প্রশ্ন উঠছে।