দীপাবলীর রেশ কাটতে না কাটতেই শুরু জগদ্ধাত্রী পুজো! জেনে নিন শুভ তিথি ও দিনক্ষণ

Published on:

jagadhatri puja 2024

প্রীতি পোদ্দার, চন্দননগর: দেখতে দেখতে একের পর এক পার্বণ কাটিয়ে উঠছে বাঙালি। তবুও যেন শেষ হয় না উৎসবের মেজাজ। কারণ বাঙালির যে ১২ মাসে ১৩ পার্বণ। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো ও ভাইফোঁটা কাটিয়ে বাঙালি এবার দেবী জগদ্ধাত্রীর আরাধনার অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যেই নদিয়ার কৃষ্ণনগর ও গঙ্গাপাড়ের শহর চন্দননগরে এখন সাজসাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চলুন, আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক দেবী জগদ্ধাত্রীর আরাধনার সঠিক সময়সূচি।

বছর কার্তিক মাসের শুক্ল নবমীতে পূজিত হন দেবী জগদ্ধাত্রী

WhatsApp Community Join Now

আসলে দেবী জগদ্ধাত্রী হলেন দেবী দুর্গারই আরেকটি রূপ। হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গাকে বলা হয় সিংহবাহিনী দশভূজা, আর অন্যদিকে দেবী জগদ্ধাত্রীকে বলা হয়ে থাকে সিংহবাহিনী চতুর্ভুজা। আসলে মহিষাসুর বধের পর দেবতাগণ অহংকারী হয়ে ভুলেই যান যে দেবী জগদ্ধাত্রীর শক্তিতেই তাঁরা শক্তিমান। তাইতো দেবী জগদ্ধাত্রী দেবতাদের অহংকার নাশের উদ্দেশ্যে তাঁদের শক্তির পরীক্ষা করেন। দেবতাগণ সেই পরীক্ষায় ব্যর্থ হন। দেবতাগণ তাঁদের ভুল বুঝতে পারেন এবং দেবী জগদ্ধাত্রীকে সকল শক্তির মধ্যে শ্রেষ্ঠ বলে গ্রহণ করেন। প্রতি বছর কার্তিক মাসের শুক্ল নবমীতে দেবী জগদ্ধাত্রী পূজিত হন মর্ত্যলোকে। কেউ দুর্গা পুজোর ধাঁচে পুজো করেন সপ্তমী থেকে নবমী। আবার অনেকে নবমীর দিনই তিনবার পুজোর আয়োজন করেন।

জগদ্ধাত্রী পুজোর আরাধনার সময়সূচি | Jagadhatri Puja 2024 |

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে চলতি বছর জগদ্ধাত্রী পুজোর অষ্টমী তিথি শুরু হবে ৮ নভেম্বর, বাংলায় ২২ কার্তিক, শুক্রবার রাত ১১টা ৫৮ মিনিট থেকে। এবং ৯ নভেম্বর, বাংলায় ২৩ কার্তিক, শনিবার, রাত ১০টা ৪৬ মিনিট থেকে শুরু হবে নবমী তিথি। আসলে নবমী পুজো সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে করা যেত কিন্তু বারবেলানুরোধে ৭টা ১২ মিনিট গতে ৯টা ৩০ মিনিটের মধ্যে প্রথম কল্পীয় সপ্তমাদি কল্পে অষ্টমী বিহিত শ্রীশ্রী জগদ্ধাত্রী দেবীর পুজো করার শুভ সময়।

অন্যদিকে গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী তিথি শুরু হবে ৮ নভেম্বর, বাংলায় ২২ কার্তিক, শুক্রবার রাত ৭টা ৪৮ মিনিট ৭ সেকেন্ডে। এবং ৯ নভেম্বর, বাংলায় ২৩ কার্তিক, শনিবার,রাত ৬টা ২০ মিনিট ৪০ সেকেন্ডে শুরু হবে নবমী পুজো। নবমী তিথি থাকবে পরের দিন অর্থাৎ ১০ নভেম্বর, রবিবার, বাংলায় ২৪ কার্তিক, বিকেল ৪টে ৩৩ মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত। পাশাপাশি দশমী তিথি শেষ হবে ১১ নভেম্বর, ২৫ কার্তিক, সোমবার দুপুর ২টো ৩০ মিনিট ৪৩ সেকেন্ডে।

সঙ্গে থাকুন ➥
X