প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ। কিন্তু শীতের দেখা একদমই পাওয়া যাচ্ছে না। এদিকে সকালে কিংবা ভোরের দিকে হালকা কুয়াশার দেখা মিললেও বেলা বাড়তেই বাড়ছে গরম। তাইতো সকলের মনে একটাই প্রশ্ন, কবে বঙ্গে দেখা মিলবে শীতের? কিন্তু আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীত আসতে ঢের দেরি। কারণ ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ সৃষ্টির ফলে তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে মাঝ নভেম্বরে বদলাবে আবহাওয়া।
শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব আরব সাগরে যেটি কেরালা উপকূল সংলগ্ন এলাকায়। যা আজ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে। একটি অক্ষরেখা রয়েছে এই যেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। যার প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। ৩৫ থেকে ৫৫ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাস হইবে। সেই কারণে আজ ভোর থেকে উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আর এই শুষ্ক আবহাওয়ার মাঝেই আজ অর্থাৎ বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হলেও হতে পারে বলে জানা গিয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। তবে এই তিনটি জেলা ছাড়া দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। পাশাপাশি আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতাও জারি করা হয়নি। এমনকি আগামী পাঁচ দিনে দক্ষিণের কোথাও পারদ নামারও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
অন্যদিকে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সকালের দিকে পার্বত্য এলাকার নীচের দিকের জেলাগুলিতে অর্থাৎ মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। এবং জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। উত্তরেও এখনই আসছে না শীত। আগামী কয়েক দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না। মোটের উপর তাপমাত্রা একই থাকবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |