মহা বিপাকে মিঠুন, দায়ের হল FIR, ওড়ানো যাচ্ছে না গ্রেফতারির আশঙ্কা

Published on:

mithun

কলকাতাঃ সিনেমা জগতে থাকার কারণ মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) ডায়লগ আজও বিখ্যাত গোটা বাংলা জুড়ে। একাধিক সিনেমায় মহাগুরু মিঠুন চক্রবর্তীর একাধিক ডায়লগ আজও মানুষের মুখে মুখে মুখে ঘুরে বেরায়। তাঁদের মধ্যে অন্যতম হল ‘এক ছোবলে ছবি’, ‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’ ইত্যাদি ইত্যাদি। তবে এই ডায়লগের জন্যই এবার বিপাকে পড়লেন মহাগুরু। এমনকি দায়ের হল FIR। তাহলে কী গ্রেফতার হচ্ছেন ডিস্কো ডান্সার?

আসলে কিছুদিন আগে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার বুকে একটি সভাও করেন। কলকাতায় অমিত শাহকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মিঠুনও। আর সেই সময় একটি সভায় মিঠুনের করা এক মন্তব্যে তোলপাড় সৃষ্টি হয়। সভা থেকে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে মিঠুনের বিরুদ্ধে। এমনকি কলকাতা পুলিশে দায়ের হয়েছে মামলা।

থানায় অভিযোগ দায়ের মিঠুনের বিরুদ্ধে

বৌ বাজার থানায় মিঠুনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে। তবে কে বা কারা এই অভিযোগ জমা করেছেন, তা প্রকাশ্যে আনা হয়নি। নিরাপত্তার খাতিরে কলকাতা পুলিশের তরফে অভিযোগকারীর নাম গোপন রাখা হয়েছে বলে সূত্রের খবর।

গ্রেফতার হবেন মিঠুন চক্রবর্তী?

আসলে লোকসভা ভোটের সময় মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর একটি সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন। সেই সময় বিজেপির তরফে তার বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ করা হয়েছিল। আর সেই ইস্যুতে এবার অমিত শাহের সামনে মুখ খোলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির তারকা নেতা বলেন, ‘এখানকার কোনও নেতা এক সম্প্রদায়কে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিল। এমন কিছু করতে গেলে তাঁকে মাটিতে পুঁতে দেওয়া হবে।’ মিঠুন আরও বলেন, ‘তিনি রক্তের রাজনীতি দেখেছেন, এখন রাজনীতি করছে। কে কি করতে পারেন, তাঁর সেটা ভালমতোই জানা আছে।’ পুলিশ জানিয়েছে যে, হুমায়ুনকে বিঁধতে গিয়ে করা মন্তব্যের জেরে মিঠুনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তাঁকে গ্রেফতার করা হবে কি না, তা এখনও স্পষ্ট জানানো হয়নি পুলিশের তরফে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥