শ্বেতা মিত্র, কলকাতাঃ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে শীতের আমেজ। সেই সঙ্গে দাপট চলছে নাছোড়বান্দা বৃষ্টিরও। কবে যে এই নাছোড়বান্দা বৃষ্টি সরে বাংলায় ভালোভাবে জাঁকিয়ে শীত পড়বে সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে। তবে এখানে কিন্তু শেষ নয়, নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে বলে জানালেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা। হ্যাঁ ঠিকই শুনেছেন। ইতিমধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাতাসে আপেক্ষিক আদ্রতার মাত্রা নেমে এসেছে। তবে যারা ভাবছেন শীতের আগমন আর কদিনের মধ্যে ঢুকবে তাহলে তারা কিন্তু আশাহত হতে চলেছেন। কারণ আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আপাতত ঠান্ডার আমেজ সাময়িকই থাকবে। আজ বৃহস্পতিবার ও কিন্তু বৃষ্টির দাপট চলবে বাংলার জেলাগুলিতে বলে খবর। ফলে আপনারা যদি বাড়ি থেকে বেরোনোর পরিকল্পনা হয়ে থাকে তাহলে জেনে নিন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে।
সাগরে ফের নিম্নচাপ
আবার নতুন করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরী হওয়ার ফলে ঠান্ডা বাতাস ঢোকার পর আরো কিছুটা কঠিন হয়েছে। তবে একটাই স্বস্তি নতুন করে নিম্নচাপ তৈরি হলো সেই নিম্নচাপ বাংলাকে কেমন ভাবে প্রভাবিত করবে না বলে আপাতত মনে করা হচ্ছে। অন্যদিকে এই নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যে তামিলনাড়ু, কর্নাটক এবং প্রতিবেশী শ্রীলংকার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির দাপট শুরু হয়েছে। এদিকে এই নিম্নচাপের বাংলায় সরাসরি কোনও প্রভাব পড়বে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া এক দুটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। আজ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টি হবে। তাও কিনা বজ্রবিদ্যুৎ সহ। বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায়।
আগামীকালের আবহাওয়া
এবার এক নজরে জেনে নিন শুক্রবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন জেলাগুলিতে বৃষ্টি হবে। এদিন দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায়।