প্রীতি পোদ্দার: নভেম্বর মাস পড়ে গিয়েছে। আর নভেম্বর মাস মানেই শীতের আগমন। কিন্তু সেই চিত্র এবার উল্টো। চলতি সপ্তাহে বেশিরভাগ সময়ে দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকলেও ঠান্ডা থাকবে না। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কার্যত নেই। বাতাসে জলীয় বাষ্প বাড়ার কারণে সকালের দিকে কিছু কিছু এলাকায় কুয়াশা বা ধোঁয়াশা তৈরি হবে
শীত নিয়ে হাওয়া অফিস জানিয়েছে যে আপাতত শীতের দেখা নেই বঙ্গে। সুতরাং এখনই কমছে না রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা। আজও সেই ধারাই অব্যাহত থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। একই হল উত্তরবঙ্গে। হাওয়া অফিস ফের জানিয়ে দিল, আগামী পাঁচ দিনেও উত্তর কিংবা দক্ষিণবঙ্গের কোথাওই সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
আগামীকাল দক্ষিণবঙ্গের আবহাওয়া
সকাল থেকে কুয়াশার দেখা মিলবে। সঙ্গে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তিনটি জেলায় আংশিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলো হল, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। আবহাওয়াবিদরা বলছেন, চলতি মাসের মাঝামাঝি সময় অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই উত্তুরে হাওয়া প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হবে। তাই আশা করা যাচ্ছে চলতি মাসের শেষ থেকে শীত বোঝা যাবে। শীতের আমেজও মিলবে। তবে আপাতত দক্ষিণের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
আগামীকাল উত্তরবঙ্গের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, উত্তরবঙ্গের প্রতিটি জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তাপমাত্রার আপাতত কোনও পরিবর্তন হবে না পার্বত্য জেলাগুলিতে। তবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানা গিয়েছে, দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সকালের দিকে নীচের দিকের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।