প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছরে রাজ্য সরকারের সহায়তায় এবং কলকাতা পুরনিগমের উদ্যোগে গত ৪ নভেম্বর গঙ্গা উৎসব ২০২৪ পালন করা হয়েছে৷ এদিনের অনুষ্ঠানে স্লোগান হিসেবে তুলে ধরা হয়েছে এক বিশেষ স্লোগান। আর সেটি হল ‘আদি গঙ্গা পরিষ্কার, আমাদের অঙ্গীকার’৷ অর্থাৎ গঙ্গা উৎসবের মূল উদ্দেশ্যে ছিল গঙ্গা দূষণ রোধ করার অঙ্গীকার। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম-সহ মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার, তারক সিংহ, সন্দীপন সাহা ও অসীম বসু । তাঁরা লঞ্চে উঠে গঙ্গার ধারের ঘাটগুলি পরিদর্শন করছিলেন।
কলকাতায় তিন দিন হওয়া এই গঙ্গা উৎসব নিয়ে মেতে উঠেছে সকলে। এক বিশেষ সমীক্ষা সূত্রে জানা গিয়েছে, গড়িয়া থেকে মেটিয়াবুরুজ পর্যন্ত আদি গঙ্গার দৈর্ঘ্য প্রায় ১৫ কিলোমিটার। ধাপে ধাপে আদিগঙ্গার সংস্কার সম্পূর্ণ করার কাজ শেষ করা হচ্ছে। এই কাজে জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দিয়েছিল যে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের অধীনে আদিগঙ্গার সংস্কার সম্পূর্ণ করতে হবে। এরপর কাজ শেষ হয়ে গেলে রিপোর্ট দিতে হবে ২০২৫ সালের ১৫ অক্টোবরের মধ্যে। সেই হিসেবে এগোচ্ছে কাজ।
কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা ফিরহাদের
পুরসভা সূত্রে জানা গিয়েছে আদি গঙ্গার এই কাজের জন্য প্রায় ৩৫ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। আদি গঙ্গায় ব্রিজের উপর থেকে যাতে কেউ নোংরা না ফেলতে পারেন তার জন্য ব্রিজগুলি লোহার জাল দিয়ে ঘিরে দেওয়া হবে। যাতে নৌকা চালানোয় একবিন্দু অসুবিধার সৃষ্টি যাতে না হয়। তাই এদিন সকলের কাছে প্রার্থনা এবং অনুরোধ করে ফিরহাদ হাকিম জানিয়েছেন যে গঙ্গাকে আমরা সকলে যাতে দূষণমুক্ত রাখি। তবে এদিন মেয়র ফিরহাদ হাকিম এর গলায় ভেসে উঠল কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভের আগুন।
কী বললেন মেয়র ফিরহাদ হাকিম?
তিনি বলেন, “গঙ্গাকে কিছু লোক ভ্যাট ভাবেন। যার জন্য কিছু কিছু সংস্থা গঙ্গা দূষণ নিয়ে কাজ করছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা গঙ্গা দূষণ নিয়ে একদমই সচেতন নই। আমাদের এসটিপি তৈরি করে গঙ্গাকে পরিষ্কার করতে হবে। গঙ্গাকে রক্ষা করার জন্য কেন্দ্রীয় সরকারের এগিয়ে আসা উচিত। কিন্তু, কেন্দ্র কোনও রকম সাহায্য করছে না ।” প্রসঙ্গত, আদিগঙ্গা সংস্কারের ক্ষেত্রে আদালতের মুখে পড়তে হয়েছিল প্রশাসনকে। তারপরেই মুখ্য সচিবের নেতৃত্বে নগর উন্নয়ন দফতর, কলকাতা পুরসভা, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটি সহ একাধিক দফতর ও সংস্থা বৈঠক করে। তাতে সিদ্ধান্ত হয় বেশ কয়েকটি পর্যায়ে আদিগঙ্গা সংস্কার করা হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |