বৈশাখী মণ্ডল, কলকাতাঃ আমরা সবাই চাই আমাদের সংসারে সুখ, সমৃদ্ধি, শান্তি এবং অর্থনিতি ভালো থাকুক সবসময়। তাই আমরা অনেকে বিশ্বাস করে বাড়িতে মানি প্ল্যান্ট (Money Plant) আনি। কিন্তু মানি প্ল্যান্টের এই একটা ছোট্টো ভুলে আমরা কাঙাল হয়ে যেতে পারি সবদিক থেকে।
বাস্তুশাস্ত্র মতে মানি প্ল্যান্ট বাড়িতে আনাকে শুভ মনে করা হয়। সেই বাড়িতে কখনোই কোনোকিছুর অভাব হয়না সাথে আর্থিক দিকটাও ফুলে ফেঁপে ওঠে। যে বাড়িতে মানি প্ল্যান্ট থাকে সেই বাড়ির সদস্যদের আয় বাড়তে থাকে সাথে সুখ সমৃদ্ধি। মানি প্ল্যান্টের জন্য পরিবারের লোকেদের সাথে সম্পর্ক ভালো থাকে ও ইতিবাচক থাকে।
মানি প্ল্যান্টের ক্ষতিকারক দিকগুলি | Disadvantages of money plant tree |
তবে আপনি কি জানেন, বাড়িতে সব জায়গায় মানি প্ল্যান্ট রাখা যায়না। মানি প্ল্যান্ট রাখার সময় কিছু কথা অবশ্যই মনে রাখা দরকার। বাড়িতে মানি প্ল্যান্ট রাখার সময় বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখবেন। মানি প্ল্যান্টের শাখা প্রশাখা যাতে কোনোমতেই মাটিতে না পড়ে থাকে।
মানি প্ল্যান্টের শাখা মাটি ছোঁয়া অশুভ লক্ষ্মণ
কথা অনুযায়ী মানি প্ল্যান্টের শাখা প্রশাখা মাটি ছুঁলে সেটা অশুভ লক্ষ্মণ। এতে আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এমন অবস্থায় বাড়িতে আর্থিক সংকট আসা শুরু হয়ে যায়। এমন পরিবারের লোকেদের বিভিন্ন সমস্যা পড়তে হয়। সবসময় মানি প্ল্যান্টের শাখা উপরে থাকলে বাড়িতে ইতিবাচক শক্তি বিরাজ করে।
আবার মানি প্ল্যান্টের শাখা প্রশাখা হলুদ বা শুকিয়ে যেতে দেবেননা। আর গাছের পাতা হলুদ ও শুকিয়ে যাওয়াটা নরমাল সেক্ষেত্রে আপনারা সেই ডাল অথবা পাতা ছেঁটে ফেলবেন। কারণ মানি প্ল্যান্টের পাতা হলুদ বা শুকিয়ে যাওয়াটা অশুভ বলে মনে করা হয়।