শ্বেতা মিত্র, কলকাতাঃ ভারতের গাড়ি প্রেমীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। এবার বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী কোম্পানি Skoda -র তরফে এমন এক দুর্দান্ত গাড়ি লঞ্চ করা হল যা দেখে চোখ কপালে উঠবে আপনারও। সবথেকে বড় কথা, আপনার যদি বাজেট কমও হয় তাহলেও আপনি এটি কিনতে পারবেন। জানা গিয়েছে, Skoda Auto India ভারতীয় বাজারে Kylaq SUV লঞ্চ করেছে, যা সাব ৪ মিটার কমপ্যাক্ট এসইউভি সেগমেন্টে শীর্ষ বিক্রি হওয়া মারুতি সুজুকি ব্রেজার পাশাপাশি টাটা নেক্সন, হুন্ডাই ভেন্যু এবং কিয়া সনেটের মতো গাড়িকে কাঁটায় কাঁটায় টক্কর দেবে।
শক্তিশালী ইঞ্জিন | Skoda Kylaq Engine |
ভারতীয়দের চাহিদার কথা মাথায় রেখে গাড়িটিতে শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে। স্কোডা কায়লাক একটি 1.0-লিটার টিএসআই পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত হয় যা সর্বোচ্চ ৮৫ কিলোওয়াট শক্তি এবং ১৭৮ এনএম পিক টর্ক উত্পাদন করে। কায়লাক ৬-স্পিড ম্যানুয়ালের পাশাপাশি ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্প পাবে। সংস্থার দাবি, মাইলেজের দিক থেকেও কায়লক ভাল।
লুক, ডিজাইন | Skoda Kylaq Design |
স্কোডা কায়লাক MQB-IN প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এবং এর দৈর্ঘ্য 3.995 মিটার। এতে থ্রিডি রিবস, এলইডি ডিআরএল, এলইডি হেডল্যাম্প, ক্রিস্টালাইন এলইডি টেলল্যাম্প, স্পোর্টি বাম্পার, ১৭ ইঞ্চি ব্ল্যাকড আউট অ্যালয় হুইল, ৪৪৬ লিটার বুট স্পেস এবং আরও অনেক কিছু রয়েছে।
স্কোডা কায়লাকে রয়েছে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, সিঙ্গেল পেন সানরুফ, ৬-ওয়ে অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট, ফ্রন্ট ভেন্টিলেটেড সিট, অটোমেটিক এসি, ওয়্যারলেস চার্জার, ৬টি এয়ারব্যাগ, ক্রুজ কন্ট্রোল, এবিএস উইথ ইবিডি এবং ৩৫টিরও বেশি অ্যাক্টিভ ও প্যাসিভ সেফটি ফিচার।
Skoda SUV-র দাম | Skoda Kylaq Price |
Skoda Kylaq এর বেস ভেরিয়েন্টের দাম প্রকাশ করা হয়েছে। নিশ্চয়ই ভাবছেন যে কত দাম? তাহলে জানিয়ে রাখি, এর দাম রাখা হয়েছে ৭,৮৯,০০০ টাকা। কায়লাকের বুকিং ২ ডিসেম্বর থেকে শুরু হবে এবং অন্যান্য সমস্ত ভেরিয়েন্টের দাম একই দিনে ঘোষণা করা হবে। স্কোডা অটো আগামী বছরের জানুয়ারিতে Kylaq ভেরিয়েন্টের গাড়ি ভারতে সরবরাহ শুরু করবে।