কলকাতাঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। ভারত নিজের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেই লজ্জার রেকর্ডগুলো গড়েছে, তা আর কোনও দেশের অধিনায়কই নিজের নামে করতে চাইবেন না। এবার শোনা যাচ্ছে যে, যেমন T20 থেকে সরেছেন রোহিত শর্মা, এবার তিনি টেস্ট ক্রিকেটের অধিনায়কত্বে দায়িত্ব ছাড়তে পারেন। রোহিত শর্মা নেতৃত্ব না দিলে ভারতের অধিনায়ক কে হবে? এই নিয়ে দুই নাম সামনে এসেছে।
আসলে অনেক বয়সও হয়েছে রোহিত শর্মা। তাই তাঁর পক্ষে আর বেশিদিন ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়া সম্ভব না। এমনকি এই বয়সের ছাপ তাঁর খেলাতেও দেখা যাচ্ছে। হিটম্যান বলে পরিচিত রোহিতের ব্যাট দিয়ে আর এখন আগের মতো আগুন ঝরে না। দীর্ঘদিন ধরেই তিনি বড় রান করতে অসমর্থ। তাই BCCI-ও এখন আগামী দিনের কথা ভেবে রোহিতের বদলে অন্য কাউকে অধিনায়ক করার জন্য খুঁজছে।
ঋষভ পন্থ
সম্প্রতি ভারতীয় দলের প্রাক্তন প্লেয়ার মহম্মদ কাইফও রোহিত শর্মার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কাইফ এও বলেছিলেন যে, রোহিতকে সরিয়ে অবিলম্বে ঋষভ পন্থকে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করা হোক। বর্তমানে পন্থ দারুণ ছন্দে রয়েছে। তাঁর মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও রয়েছে। নিউজিল্যান্ডের টেস্টে ব্যাটে যখন সবাই ব্যর্থ হয়েছিলেন, সেই সময়েও লড়াই করে চলছিলেন পন্থ। তাই রোহিত শর্মার যোগ্য উত্তরসূরি যে তিনি হতে পারেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
জসপ্রীত বুমরাহ
ঋষভ পন্থের পর আরেকটি নামও রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে উঠে আসছে। সেটি হল জসপ্রীত বুমরাহ। ভারতীয় ক্রিকেটের সেরা বোলার হিসেবে খ্যাত বুমরাহ এর আগেও অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন। ২০২২ সালে ইংল্যান্ডের এজবাস্টনে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়াও ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি T20 সিরিজেও তিনি অধিনায়কের ভার সামলেছিলেন। এই কারণে বুমরাহকেও ভারতীয় টেস্ট দলের আগামী অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে।
অস্ট্রেলিয়ায় অধিনায়কত্ব সামলাতে পারেন জসপ্রীত বুমরাহ
এমনকি এও শোনা যাচ্ছে যে, বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথ দুটি টেস্টে রোহিত শর্মা নাও খেলতে পারেন। রোহিত শর্মার অনুপস্থিতিতে ওই দুটি টেস্টে জসপ্রীত বুমরাহকেই অধিনায়ক করা হবে বলে খবর।