ঝড়েও হবে না ক্ষতি, সুন্দরবন বাঁচাতে ৪৫০০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ প্রকল্প, হবে বিপুল কর্মসংস্থান

Published on:

sundarbans mangrove project

শ্বেতা মিত্র, কলকাতাঃ সুন্দরবনকে (Sundarbans) বাঁচাতে এবার বিরাট বড় উদ্যোগ নেওয়া হল।  জানলে খুশি হবেন, এবার সুন্দরবনে ৪৫০০ হাজার হেক্টর অবনমিত ম্যানগ্রোভ পুনরুদ্ধারের জন্য বেসরকারি খাতের সহায়তায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এমনিতে তো সুন্দরবনের ম্যানগ্রোভ বিশ্ব বিখ্যাত। সারাবছরই দেশ বিদেশ থেকে নানান পর্যটক এই সুন্দরবন ও ম্যানগ্রোভ দেখতে ছুটে আসেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সুন্দরবনের ম্যানগ্রোভ নিয়ে বড় সিদ্ধান্ত

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ইকোসিস্টেম সুন্দরবনের গ্রামগুলোর জন্য টেকসই অর্থনৈতিক সুযোগ তৈরি করাও এই কর্মসূচির লক্ষ্য। প্রকল্পের অংশীদার EcoAct এবং Meensou India -র ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্তমানে রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার পুনরুদ্ধার সাইটগুলি পরিদর্শন করছেন। প্রকল্পটি ভেরিফাইড কার্বন স্ট্যান্ডার্ড (ভিসিএস) প্রোগ্রামের আওতায় বাস্তবায়িত হচ্ছে যা বিশ্বের সর্বাধিক ব্যবহৃত গ্রিনহাউস গ্যাস (জিএইচজি) ক্রেডিট স্কিম।

সুন্দরী ম্যানগ্রোভ প্রকল্প | Sundari Mangroves Project |

ইকোঅ্যাক্টের হেড অব প্রজেক্ট ডেভেলপমেন্ট স্টিফেন ট্রোমিলিন জানান, “সুন্দরী ম্যানগ্রোভ প্রকল্প ভারতের সুন্দরবনে ৪,৫০০ হেক্টর অবনমিত ম্যানগ্রোভ পুনরুদ্ধার করেছে এবং এটি দেখায় যে কার্বন অর্থায়ন কীভাবে কার্যকর জলবায়ু কর্মকাণ্ড চালাতে পারে যখন এটি সত্যিকার অর্থে স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়ন করে। কমিউনিটিতে সরাসরি বেনিফিট প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে আমরা দেখছি কীভাবে বেসরকারি খাতের সহায়তা এই ইকোসিস্টেমের ওপর নির্ভরশীলদের জন্য সত্যিকারের সুযোগ তৈরি করতে পারে।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অন্যান্য সংস্থাগুলিরও তাদের স্থায়িত্ব কৌশলগুলির অংশ হিসাবে এই প্রকল্পে বিনিয়োগের বিষয়টি বিবেচনা করা উচিত বলে মনে করেন ট্রোমিলিন বলেন। এদিকে ধবলাট পঞ্চায়েতের সদস্য তথা চেমাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক স্বপন মাইতি জানান, “প্রজন্মের পর প্রজন্ম ধরে, আমাদের পরিবারগুলি বেঁচে থাকার জন্য, মাছ ধরার জন্য, ঝড়ের হাত থেকে সুরক্ষার জন্য, দৈনন্দিন প্রয়োজনের জন্য এই ম্যানগ্রোভের উপর নির্ভরশীল। কিন্তু আমরা বছরের পর বছর ধরে ওদের উধাও হতে দেখেছি।”

বিপুল কর্মসংস্থানের সুযোগ

প্রকল্পটি ২০ বছর মেয়াদে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পেরা সঙ্গে জড়িত  কর্মকর্তারা বলেন, প্রকল্প সুবিধাগুলি কীভাবে তাদের স্থানীয় উন্নয়ন অগ্রাধিকারগুলিতে পুনরায় বিনিয়োগ করা হয় সে সম্পর্কে সম্প্রদায়গুলি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও বজায় রাখে।মিনসো ইন্ডিয়ার সিইও ও এমডি সৌম্য দর্শন প্রধান জানান, “ম্যানগ্রোভ পুনরুদ্ধারের জন্য স্থানীয় সম্প্রদায়কে তাদের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে সহায়তা করার জন্য আমাদের ভূমিকা সীমাবদ্ধ ছিল। তাদের ঐতিহ্যগত জ্ঞান এবং এই বাস্তুতন্ত্রের সাথে দৈনন্দিন ব্যস্ততা তাদের এই প্রকল্পের সবচেয়ে যোগ্য করে তোলে।”

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group