কলকাতাঃ রিটেন প্লেয়ারদের লিস্ট প্রকাশ করার পর এবার নতুন প্লেয়ার নেওয়ার পালা। কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবার তাঁদের বাকেট লিস্টে বড়বড় নাম রেখেছে। আসলে KKR-র এখন সবথেকে বড় চিন্তা হল তাঁদের অধিনায়ক কে হবে? আর এই অধিনায়ক বাছতেই হিমশিম খাচ্ছে শাহরুখ খানের দল। বর্তমানে KKR-এ যেই ৬ প্লেয়ার রয়েছেন, তাঁদের মধ্যে রিঙ্কু সিংকে অধিনায়ক করার দাবি করছেন অনেকেই। কিন্তু KKR রয়েছে অন্য জনের অপেক্ষায়। তবে অধিনায়ক ছাড়াও এবার তুখোড় বোলারেরও খোঁজে রয়েছে কলকাতা।
মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছে KKR
আসলে কলকাতা নাইট রাইডার্স তাঁদের সবথেকে দামি বোলার মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছে। আর তাঁর পরিবর্তে কাকে নেবে সেই নিয়ে চিন্তা। ওদিকে অধিনায়কের জন্য নাকি ঋষভ পন্থকে নেওয়ার জন্য ঝাঁপাবে কলকাতা। তবে পন্থকে পাওয়া অত সহজ নয়। কারণ এবার পন্থকে পেতে কলকাতা ছাড়াও আরও দুই তিন দল ঝাঁপাতে পারে।
ডেথ ওভারের রাজাকে নেবে KKR
ওদিকে স্টার্কের অভাব পূরণ করতে জাতীয় দলের এক বোলারের ওপর নজর রাখছে নাইট শিবির। কলকাতা এবার যেই বোলারকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে, তাঁকে অনেকেই আবার তরুণ বুমরাহ বলে আখ্যা দিয়েছেন। আসলে কথা হচ্ছে ভারতীয় দলের তরুণ বাঁ হাতি বোলার অর্শদীপ সিং। এবার কলকাতা এই বোলারকে নিতে কোমর বেঁধে নামতে পারে।
এ বছর নিজেদের রিটেন তালিকা প্রকাশ করার সময় ভারতীয় দলের তরুণ বোলার অর্শদীপকে বাদ দিয়েছে। এই সিদ্ধান্ত তাঁদের জন্য বড়সড় ক্ষতিও প্রমাণিত হতে পারে। অর্শদীপ বর্তমানে ভারতীয় দলের নিয়মিত বোলার। শেষ T20 বিশ্বকাপে সবাই অর্শদীপের জাদু দেখেছে। বিশেষ করে ডেথ ওভারে বুমরাহর সঙ্গে তাল মিলিয়ে বল করা রান কম দেওয়া ও উইকেট নেওয়া এখন ভালোই থিতু করে নিয়েছে সে। তাই তাঁকে দলে টানতে পারলে KKR-র যে বিরাট লাভ হবে, তা আর বলার অপেক্ষা রাখে না।