কলকাতাঃ জেমস অ্যান্ডারসন (James Anderson), নামটা সবারই চেনা। কিছুদিন আগে পর্যন্ত ২২ গজে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। এ বছর ১২ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। নিজের নামে রেখে গিয়েছেন ঝুড়ি ঝুড়ি রেকর্ড। ইংল্যান্ড তথা গোটা বিশ্বের সেরা বোলারদের তালিকায় নিজের নামও লিখিয়েছেন তিনি। তবে, এবার তিনি নিলেন আরেক সিদ্ধান্ত। এবার IPL খেলবেন তিনি। আর এর জন্য প্রথমবার মেগা অকশনে নিজের নাম নথিভুক্ত করেছেন।
কেন IPL নিলামে নাম লেখালেন জেমস অ্যান্ডারসন
৪২ বছর বয়সী জেমস অ্যান্ডারসন এর আগে কোনদিনও IPL খেলেননি। খেলার ইচ্ছাও প্রকাশ করেননি। কিন্তু হঠাত কী হল এই ব্রিটিশ তারকার? একটি পডকাস্টে অ্যান্ডারসন এই বিষয়ে খোলসা করেছেন। তিনি জানিয়েছেন যে, তিনি যে এখনও খেলতে পারেন, সেটা তিনি অনুভব করেন। জেমস মনে করেন, একজন খেলোয়াড় হিসেবে তাঁর এখনও অনেক কিছু দেওয়া বাকি রয়েছে। বিশ্ব ক্রিকেটের মহাযজ্ঞ নামে পরিচিত IPL এ খেলে তিনি শুধু জ্ঞান অর্জনই করতে চান না, তিনি নিজের অভিজ্ঞতাও জ্ঞান আরও বাড়াতে চান। অ্যান্ডার সন জানিয়েছেন যে, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি কোচিং ও মেন্টর হিসেবেও কাজ করেছেন।
উল্লেখ্য, শুধু অ্যান্ডারসনই এই বুড়ো বয়সে এসে IPL খেলতে চাইছেন তা নয়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও এবার IPL খেলবেন। তাঁর দল, চেন্নাই সুপার কিংস এবারও তাঁকে রিটেন করেছে। ধোনির বর্তমান বয়স ৪৩, যা আন্ডারসনের থেকে বেশি।
বুড়ো বয়সে IPL খেলতে চেয়েছিলেন ব্রায়ান লারাও
এর আগে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারাও IPL নিলামে নিজের নাম লিখিয়েছিলেন। আপনারা অনেকেই হয়ত জানেন না যে, ২০১১ সালে IPL খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন লারা। আর এর জন্য তিনি অকশনে নামও লিখিয়েছিলেন। কিন্তু তাঁকে কোনও দল কেনার আগ্রহ দেখায় নি। সেই সময় লারার বয়স ছিল ৪২।