প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে চাকরির বাজারে ব্যাপক মন্দা দেখা দিয়েছে। কোথাও নিয়োগের বিজ্ঞপ্তি ভুরিভুরি দিলেও অনেক জায়গায় নিয়োগ একেবারেই শূন্য। যার ফলে অনেকেই বেশ দুশ্চিন্তায় পড়েছে। দিন রাত পড়াশোনা করেও কোনো কিছুতেই কিছু হচ্ছে না। তবে এই আবহে এবার চাকরিপ্রার্থীদের পাশে এসে দাঁড়াল IDBI ব্যাঙ্ক লিমিটেড। সম্প্রতি সেই সংস্থার তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।
IDBI ESO Recruitment 2024 Notification: চাকরির বিবরণ
সম্প্রতি IDBI ব্যাঙ্ক লিমিটেড নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানে কোন পদে কত জনকে নিয়োগ করা হচ্ছে, স্যালারি কত, পদের নাম কী, সমস্ত তথ্য বিস্তারিত ভাবে আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হল।
অফিসিয়াল ওয়েবসাইট
এই বিজ্ঞপ্তিটি যেই ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে সেটি হল https://www.idbibank.in/
পদের নাম
বিজ্ঞপ্তি বা নোটিশ সূত্রে জানা গিয়েছে IDBI ব্যাঙ্ক লিমিটেড সংস্থায় এক্সিকিউটিভ – সেলস ও অপারেশন (ESO) পদে নিয়োগ চলছে।
শূন্যপদের সংখ্যা
IDBI ব্যাঙ্ক লিমিটেড বা IDBI রিক্রুটমেন্ট ২০২৪-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে উল্লিখিত ওই পদে শূন্যপদের সংখ্যা ১০০০ টি। অসংরক্ষিত শ্রেণির জন্য – ৪৪৮টি, ST এর জন্য – ৯৪টি, SC এরজন্য- ১২৭টি, OBC এর জন্য- ২৩১টি, ইডব্লিউএস এর জন্য- ১০০টি এবং পিডব্লিউবিডি এর জন্য – ৪০টি
বেতন
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, এই পদে নির্বাচিত হলে প্রথম বছরে বেতন দেওয়া হবে ২৯,০০০/- টাকা প্রতি মাসে এবং দ্বিতীয় বছরে বেতন দেওয়া হবে ৩১,০০০/- টাকা প্রতি মাসে।
IDBI ESO Recruitment 2024 Criteria: IDBI ব্যাঙ্ক লিমিটেডে উল্লেখিত পদগুলির যোগ্যতা
IDBI ব্যাঙ্ক লিমিটেড এ উল্লেখিত পদে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে, নীচে সেই সব ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা হল।
শিক্ষাগত যোগ্যতা
ব্যাঙ্কের ESO পদে আবেদন করার জন্য আগ্রহী চাকরিপ্রার্থীকে অবশ্যই যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে।
বয়সসীমা
বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য বয়সসীমা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। উল্লেখিত পদে আবেদন করার জন্য বয়স সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত হতে হবে আবেদনকারীর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে। SC/ ST এর ক্ষেত্রে ৫ বছর, OBC এর ক্ষেত্রে ৩ বছর এবং PwBD এর ক্ষেত্রে ১০ বছর ছাড় দেওয়া হবে।
Selection Process for IDBI ESO Recruitment 2024: IDBI এ উল্লেখিত পদের নিয়োগ পদ্ধতি
এখানে মূলত তিনটি ধাপের মাধ্যমে চাকরী প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রথমে অনলাইন পরীক্ষা নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউের মাধ্যমে নিয়োগ করা হবে। চূড়ান্ত নিয়োগের জন্য প্রার্থীদের একটি প্রাক-নিয়োগ মেডিকেল পরীক্ষাও দিতে হবে। তবে অনলাইন পরীক্ষার ক্ষেত্রে লজিক্যাল রিজনিং, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ানটিটেটিভ অ্যাপটিউড ও জেনারেল/ইকোনমি/ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস/কম্পিউটার/আইটি ইত্যাদি নিয়ে প্রশ্ন করা হবে। পরীক্ষার জন্য মোট বরাদ্দ সময় ১২০ মিনিট। প্রতি প্রশ্নের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে। অর্থাৎ একটি প্রশ্নের ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা হবে।
Application Process for IDBI ESO Recruitment 2024: IDBI এ উল্লেখিত পদের জন্য আবেদনের পদ্ধতি
IDBI ব্যাঙ্ক লিমিটেডে আবেদন করার জন্য অবশ্যই অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। প্রথমে আগ্রহী চাকরিপ্রার্থীরা IDBI ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বপ্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবে। তারপর আবেদনপত্রে যে সক গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করার দরকার সেগুলো আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট আবেদন ফি প্রদান করা বাধ্যতামূলক।
IDBI এ উল্লেখিত পদের আবেদন ফি
বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গিয়েছে উল্লিখিত পদে আবেদনের জন্য ফি হিসেবে SC/ST/PwBD দের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টিমেশন চার্জ ২৫০ টাকা লাগবে। এবং General/OBC/EWS এর ক্ষেত্রে আবেদন ফি এবং ইন্টিমেশন চার্জ মিলিয়ে ১,০৫০ টাকা লাগবে।
আবেদন করার সময়সূচি
IDBI ব্যাঙ্ক লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গতকাল অর্থাৎ ৭ নভেম্বর ২০২৪ থেকে। এবং এই পদে আবেদন প্রক্রিয়া জমা দেওয়ার শেষ দিন হল আগামী ১৬ নভেম্বর ২০২৪। অনলাইনে পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ হল ১ ডিসেম্বর ২০২৪
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশন – Click Here
আবেদন পত্র- Apply Here