প্রীতি পোদ্দার, কলকাতা: জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী জানা যায় বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাতক জাতিকাদের ভাগ্যের নক্ষত্রও রূপান্তর হয়। অন্যদিকে হিন্দু শাস্ত্রে শনিদেব ন্যায় ও কর্মের দেবতা হিসেবে পরিচিত। তাই শনিদেব এর এক গ্রহ থেকে আরেক গ্রহে যেতে প্রায় আড়াই বছর সময় লেগে যায়। অর্থাৎ পুরো রাশিচক্র সম্পূর্ণ করতে শনি গ্রহের প্রায় ৩০ বছর সময় লাগে। বর্তমানে, শনি কুম্ভ রাশিতে বসে আছে, তবে আগামী ১৫ নভেম্বর শনি কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থান থেকে বেরিয়ে আসবে। অর্থাৎ শনি কুম্ভ রাশিতে মার্গী হতে চলেছে। যার ফলস্বরূপ বেশ কয়েকটি রাশির ওপর শনি মার্গীর কুপ্রভাব পড়তে চলেছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে সেই রাশিগুলি সম্পর্কে একনজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
মেষ রাশি | Aries |
এই রাশির জাতক জাতিকারা শনির মার্গী গতিবিধির কারণে জীবনে অনেক সমস্যায় পড়তে চলেছে। কাজে প্রেসার ভরপুর থাকবে। যার ফলে ব্যক্তিগত জীবনে অশান্তি হতে পারে। অযথা কারও সঙ্গে তর্ক করবেন না। কোনো ঝামেলা ঝঞ্ঝাটে নিজেকে জড়াবেন না। শরীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
মকর রাশি | Capricorn |
এই রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেব মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে। যার ফলে সারা দিন বিভ্রান্তি এবং দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকবেন অনেকে। সাফল্য না পাওয়ার কারণে মন খারাপ হতে পারে। বন্ধুদের সঙ্গে ঝামেলা বাঁধতে পারে। সম্পত্তির বিবাদও দেখা যাবে।
কর্কট রাশি | Cancer |
শনি মার্গী হওয়ায় কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে নানা সমস্যার সৃষ্টি হবে। কারণ এই ব্যক্তিদের উপর শনির তৃতীয় দৃষ্টি থাকবে। যার ফলে কর্মজীবীদের প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ দেখা দেবে। আইনি সমস্যা সমাধানের বদলে আরও জটিল হবে।
মীন রাশি | Pisces |
এ সময়ে মীন রাশির ভাগ্য বিশেষ সঙ্গ দেবে না। আর ফলে নিজের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেবে। পাশাপাশি কর্মজীবনে চাকরির ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। আর ব্যবসায়িক ক্ষেত্রে মুনাফার পরিমাণ অনেকটাই কমবে। তাই এই সময়ে আর্থিক খরচের দিকে নজর রাখতে হবে। পায়ে ব্যথা বাড়তে পারে
শরীরে যত্ন নিতে হবে।