শ্রেয়স আইয়ারের জায়গায় পন্থ না হলেও সমস্যা নেই, আরও তুখড় ২ অধিনায়ককে বাছবে KKR

Published on:

rishabh pant shreyash iyer

কলকাতাঃ ৩১ অক্টোবর নিজেদের রিটেন করা প্লেয়াদের তালিকা প্রকাশ করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সবাইকে বিস্মিত করে KKR তাঁদের IPL ট্রফি জেতানো অধিনায়ক শ্রেয়স আইয়ারকেই দল থেকে বাদ দিয়ে দেয়। এবার KKR নিজের দলের জন্য নতুন অধিনায়ক খুঁজছে। এই মাসের ২৪ ও ২৫ তারিখ হতে চলেছে IPL-র মেগা নিলাম। সেখান থেকেই নিজেদের ভবিষ্যতের অধিনায়ককে বেছে নেবে নাইট কর্তৃপক্ষ।

কে হবেন KKR-র অধিনায়ক?

ঋষভ পন্থ | Rishabh Pant |

বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে, কলকাতা এবার দিল্লির প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থকে দলে নেওয়ার জন্য উঠেপড়ে লাগবে। বর্তমানে তুখোড় ফর্মে রয়েছেন ঋষভ পন্থ। ওদিকে শাহরুখের দল একদিকে যেমন অধিনায়কহীন, তেমনই তাঁদের দলে বর্তমানে কোনও উইকেটকিপারও নেই। আর সেই কারণে পন্থ কলকাতার জন্য সবথেকে সেরা বিকল্প হতে পারে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

কেএল রাহুল | KL Rahul |

এই তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের প্রাক্তন অধিনায়ক কেএল রাহুল। এবার LSG-ও তাঁদের অধিনায়ককে রিলিজ করেছে। ফলে পন্থের মতো রাহুলকেও এবার নিলামের টেবিলে নিয়ে যাওয়া হবে। শ্রেয়স আইয়ারের বিকল্প হিসেবে রাহুলকে কলকাতা বেছে নিতেই পারে। তবে রাহুল তাঁদের প্রথম পছন্দ নয়। কারণ বর্তমানে অফফর্মের সঙ্গে লড়াই করছেন টিম ইন্ডিয়ার এই ব্যাটার। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়েও তিনি ব্যাটে কামাল করতে পারেন নি। KKR যদি কোনোভাবে পন্থকে দলে না নিতে পারে, তাহলেই তাঁরা কেএল রাহুলকে টানতে পারে বলে খবর।

জস বাটলার | Jos Buttler |

এই তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন ইংল্যান্ডের স্টার প্লেয়ার জস বাটলার। ২০২৪-র IPL-এ বাটলার রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। কিন্তু RR এবার তাঁকে আর রিটেন করেনি। বাটলার T20 ক্রিকেটে এক উজ্জ্বল নাম। ২০২২ সালে অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে T20 বিশ্বকাপ জিতিয়েছিলেন বাটলার। তাই শ্রেয়স আইয়ারের যোগ্য উত্তরসূরি হতে পারেন তিনি।

এডেন মার্কারাম | Aiden Markram |

এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে সাউথ আফ্রিকার অধিনায়ক এডেন মার্কারামের নাম। ২০২৪ এর IPL-এ তিনি পঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন। তবে এবার তাঁকে রিটেন করেনি PBKS। ২০২৪-র বিশ্বকাপে মার্কারামের নেতৃত্বে সাউথ আফ্রিকা দল ফাইনালে ওঠে। যদিও, ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে পরাজিত হতে হয়। তবে মার্কারামও শ্রেয়স আইয়ারের দারুণ বিকল্প হতে পারেন, তা বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥