রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, জোড়া হামলায় কেঁপে উঠল পাকিস্তান! মৃত ২২, আরও বাড়তে পারে সংখ্যা

Published:

pakistan blast
Follow

শ্বেতা মিত্র, কলকাতাঃ পাকিস্তানের (Pakistan) অচলাবস্থা যেন কাটতে চাইছে না, আবারো নতুন করে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দেশটি। মৃত্যু হল কমপক্ষে ২২ জনেরও বেশি মানুষের এ ছাড়া আহত হয়েছেন আরো অনেকে যদিও আহত মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, পাকিস্তানের কোয়েটা রেলস্টেশনে শক্তিশালী বোমা বিস্ফোরণের খবর মিলেছে। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।

ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান

একাধিক রিপোর্টে দাবি করা হয়েছেন, এই বিস্ফোরণে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন এবং ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ট্রেন ছাড়ার আগে টিকিট কাউন্টারের কাছে ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই খবর পেয়ে বালুচিস্তানের কোয়েটা রেল স্টেশনে উদ্ধারকারী দল পৌঁছেছে এবং পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

Pakistan quetta station
বিস্ফোরণের পর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিস

 

এখানে বলে রাখা দরকার শুধু একটিই নয়, কোয়েটা শহরে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। দ্বিতীয় বিস্ফোরণে আহত হয়েছেন প্রায় ১৫ জন। তবে এখনও পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। যদিও পাকিস্তানে এ ধরনের ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

ধারাবাহিক বিস্ফোরণে আতঙ্ক মানুষ

রেল সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টায় জাফর এক্সপ্রেসের পেশোয়ারের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। আধিকারিকরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছয়নি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় নিন্দা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রাজা গিলানি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, জঙ্গিরা মানবতার শত্রু, যারা নিরীহ মানুষকে টার্গেট করেছে। সন্ত্রাসবাদের মূল উৎসকে সরিয়ে ফেলতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার সংকল্প করেছেন গিলানি।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join