নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ গতবারের IPL বিজয়ী কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ৩১ অক্টোবর ৬ জন প্লেয়ারকে রিটেন করেছে। আর এবার সেই ৬ প্লেয়ারের মধ্যে এক প্লেয়ার এবার মাঠ কাঁপাচ্ছেন। তবে, KKR-র একটি সিদ্ধান্ত নিয়ে এখন তুঙ্গে সমালোচনা হচ্ছে, সেটি হল তাঁদের IPL বিজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ছেড়ে দেওয়া। তবে কলকাতা এসব কিছু না ভেবে আগামী IPL মেগা অকশনের দিকে তাকিয়ে। কলকাতা এবার তাঁদের দলের জন্য আইয়ারের থেকেও তুখোড় অধিনায়কের খোঁজে রয়েছে।
মাঠ কাঁপাচ্ছেন KKR-র রিটেন প্লেয়ার
তবে, এসবের মধ্যেই KKR-র রিটেন করা এক প্লেয়ার এবার মাঠ কাঁপাচ্ছেন। আসলে গতকাল থেকে শুরু হয়েছে ভারত বনাম সাউথ আফ্রিকার ৫ ম্যাচের T20 সিরিজ। আর সেই সিরিজে স্থান পেয়েছেন KKR-র রিটেন করা ৩ প্লেয়ার। এছাড়াও আরও এক প্লেয়ার আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন। আজ কথা হচ্ছে KKR-র মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীকে নিয়ে।
গতকাল টিম ইন্ডিয়া প্রথম ব্যাট করে আউথ আফ্রিকার সামনে ২০৩ রানের লক্ষ্য রাখে। রানের পাহাড় মাথায় নিয়ে আয়োজক সাউথ আফ্রিকা চাপে পড়ে যায়। উইকেট পড়তে থাকে একের পর এক। সর্বশেষে ১৭.৫ ওভারে মাত্র ১৪১ রানেই শেষ হয়ে যায় তাঁরা। ৬১ রানে প্রথম T20 ম্যাচ জয়লাভ করে ভারতীয় দল। আর এই ম্যাচে কামাল দেখান বরুণ চক্রবর্তী।
সাউথ আফ্রিকায় বিধ্বংসী ফর্মে বরুণ চক্রবর্তী
বরুণ ফুল টাইম বোলার হিসেবে ৪ ওভারই বল করেন এই ম্যাচে। আর এই চার ওভারে ৬.২০ এর গড়ে ২৫ রান দেন তিনি। আর এই ৪ ওভারেই ৩ উইকেট হাসিলও করেন। গতকাল ভারতীয় দলে বরুণ চক্রবর্তীই সর্বশ্রেষ্ঠ বোলিং প্রদর্শন করেন। বরুণের এই সাফল্যে উচ্ছ্বসিত KKR-ও। বরুণকে রাখার সিদ্ধান্ত যে সঠিক ছিল, তা প্রমাণিত হল।