আগুন বোলিং, ছুটবে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ঘাম! মহম্মদ শামির বিকল্প পেয়ে গেলে ভারত

Published on:

mohammed shami team india

কলকাতাঃ বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এই সিরিজের জন্য বিসিসিআইয়ের তরফে ভারতীয় দলের ১৮ জন সদস্যের নামও ঘোষণা করা হয়েছে। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট এই মাসের ২২ নভেম্বরে থেকে শুরু হবে। এই সিরিজে টিম ইন্ডিয়ার বিধ্বংসী বোলার মহম্মদ শামির (Mohammed Shami) নাম নেই। যদিও নাম থাকলেও তাঁর খেলা হত না। কারণ চোট সারিয়ে অনুশীলনে ফিরে আবারও চোট পেয়েছেন তিনি। এই কারণে বাংলার হয়ে রঞ্জি খেলাও হচ্ছে না তাঁর। তবে শামির পরিপূরক খুঁজে পেয়েছে টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত

ভারতীয় A দল বর্তমানে অস্ট্রেলিয়ার A দলের বিরুদ্ধে দুটি চার দিনের ম্যাচ খেলছে। যদিও দুই ম্যাচেই হারের মুখ দেখেছে ভারতীয় এ দল। কিন্তু হারলেও ভারতীয় দলের এক বোলার যেই পারফর্ম দেখিয়েছেন, তা সবাইকে প্রভাবিত করছে। সেই বোলার হলেন প্রসিদ্ধ কৃষ্ণ। A দলের খেলায় দুরন্ত পারফর্ম করে প্রসিদ্ধ কৃষ্ণ জাতীয় দলে সুযোগ পাওয়ার দাবি রেখেছেন।

আগুনে বোলিং প্রসিদ্ধ কৃষ্ণর

অস্ট্রেলিয়ার A দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণ দুই ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন। তবে, তাঁর আগুনে বোলিং দেখা যায় দ্বিতীয় ম্যাচে। সেখানে সুইং আর গতি দিতে সবাইকে চমকে দেন কৃষ্ণ। দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংস ১৬ ওভার বল করে ৪ উইকেট নিয়েছিলেন কৃষ্ণ। সেই সময় তিনি ৫০ রানও দিয়েছেন। এরপর দ্বিতীয় ম্যাচে কৃষ্ণ মার্কাস হ্যারিস এবং ক্যামেরন ব্যানক্রফটকে পরপর দুই বলে আউট করেন কৃষ্ণ। যদিও হ্যাটট্রিক করা হয়নি তাঁর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের যেই ১৮ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। তাঁর মধ্যে ৫ জন বোলার রয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণকে প্রথম ১৫ প্লেয়ারের মধ্যে রাখা হয়েছে। যেহেতু অস্ট্রেলিয়ার পিচ ফাস্ট বোলিং সহায়ক, সেহেতু জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণকে নেওয়া হয়েছে। বর্তমানে সিরাজ অফ ফর্মের মধ্যে দিয়ে চলছে। সিরাজের এই অফ ফর্মের কারণে হর্ষিত রানা বা প্রসিদ্ধ কৃষ্ণর কেউ একজন সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। বলে দিই, এর আগে কৃষ্ণ ভারতের হয়ে মাত্র দুটি টেস্ট ম্যাচই খেলেছে, যেখানে সে দুটি উইকেট নিতে সফল হয়েছিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥